ব্রেকিং নিউজঃবাংলাদেশে August এ আসছে বেনেলি টিএনটি ১৫০ (Benelli TNT150)মোটরসাইকেল!!

বাংলাদেশের বাজারে  আগস্ট এ আসছে  সুপার বাইক কোম্পানিগুলির মধ্যে বেনেলী মোটরসাইকেল কোম্পানি  বিখ্যাত  ইটালিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড কোম্পানির বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল।

 

benelli-TNT-150

বেনেলি ব্র্যান্ডের সবচাইতে নতুন মোটরসাইকেল হল বেনেলি টিএনটি১৫০ “benelli TNT 150” ।বেনেলি একটি ইটালিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড ।

ইন্দোনেশিয়াতে এই বাইকটি বিক্রয় শুরু হয় ২০১৫ এর ৬ জুন । বাংলাদেশের মোটরসাইকেল ব্র্যান্ড ও মার্কেট উন্নয়নের জন্য এই ধরণের আইকনিক স্টাইল  মোটরসাইকেল এর প্রচলন অনেক জরুরী ।
বাংলাদেশে এই বাইক ২০১৭ সালের আগস্ট এ  তাদের বিক্রয়  কার্যক্রম শুরু করবে।বাংলাদেশে এই বাইক আমদানি করেছে Speedoz Ltd ।

এবং ঢাকা বাইক শো ২০১৭ তে সর্বপ্রথম বিক্রয়ের উদ্যেশে এর বিক্রয় কার্যক্রমের উদ্ভোধন করা হয় ।
এই বাইকের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে Keeway motorcycles in Bangladesh ।

বেনেলী মোটরসাইকেল কোম্পানি ১৯১১ সাল থেকে ইটালির স্বনামধন্য মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে এখন পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে । ১০০ বছরের এই পুরনো স্বনামধন্য প্রতিষ্ঠানটি ২০০৫ সালের ডিসেম্বর  থেকে চায়নার Q.J Group এর সাথে একসাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা শুরু করে ।

বেনেলি টিএনটি ১৫০ মোটরসাইকেলটির ফিচার গুলো চলুন দেখে নেইঃ

 

  • ১৪৪ কেজি ওজন সম্পন্ন বাইক
  • ১৩০ রিয়ার সেকশন টায়ার
  • সামনের এবং পেছনের দুইটি টায়ারই টিউবলেস ।
  • লিকুইড কোল্ড সিঙ্গেল সিলিন্ডার ১৫০ সিসি ইএফআই ইঞ্জিন ।
  • ইঞ্জিনের মাঝে টুইন স্পার্ক এবং ৪টি ভাল্ভ বিদ্যমান আছে ।
  • ৫ স্পীড গিয়ারবক্স সম্পন্ন ইঞ্জিন ।
  • আপসাইড ডাউন ফ্রন্ট সাসপেনশন সুবিধা ।
  • রিয়ার প্যানেল এর মাঝে পাচ্ছেন মনো সাসপেনশন সুবিধা ।
  • এর ফুয়েল ট্যাংক এর মাঝে আপনি ১৩ লিটার পর্যন্ত লোড  করে নিতে পারবেন ।

mileage ঃ 38-43 Kmpl

 

দেখতে সত্যি অনেক সুন্দর মোটরসাইকেলটির আউটলুক আশা করি আপনাদের মত যারা মোটরসাইকেল প্রেমি সকলের নজর কেড়ে নিতে সক্ষম হবে ।

benelli-tnt-150-specification

Engine and Transmission

Displacement(cc):     149.5

Engine mode:               1-cylinder/4-stroke/4-valve/2-spark

Bore x stroke(mm):       Ø57.3×58

Max.Power:                      14 BHP/8000r/min

Max.Torque:                     13.4N.m/6000r/min

Compression Ratio:         9.6:1

Fuel system:                       EFI

Fuel control:                     SOHC

Ignition:                                 TLI

Starter:                                 Electric & Kick

Lubrication system:       Pressure splash lubrication

Cooling system:                Liquid-cooled

Gearbox:                                5-speed

Transmission type final drive:      Chain

Clutch Type:                       Wet multi-plate

Dry weight(kg):             144

 

Dimensions

Seat height(mm):          780

Overall Length (mm):      2065

Overall Width (mm):        810

Overall Height (mm):       1075

Ground Clearance (mm):  190

Wheelbase (mm):                  1365

 

Chassis and Body

Frame type:                           Arch bar truck

Front suspension:              Telescopic forks

Front suspension travel (mm):     120

Rear suspension:                            Monocross

Rear suspension travel (mm):     45

Fr. Tyre:               100/80-17 (Tubeless)

Rr. Tyre:               130/70-17 (Tubeless)

Fr. Brakes:           Front wheel disc brake

Fr. brakes diameter (mm):           260

Rr. Brakes:                     Rear wheel disc brake

Rear brakes diameter (mm):       240

Top speed(km/h):          120

Max.Loadage (kg):          150

Fuel capacity(L):               13

Battery:                12V6Ah(YTX7A-BS)

Benelli TNT 150 Price In Bangladesh

Coming Soon

 

বাইকটির মাঝে আপনি আগেরদিনের বাইকের মত গিয়ার পরিবর্তন করার Feet & Toe সুবিধা পাবেন ।

বাইকটি দেখতে কিন্তু অনেকটাই  Yamaha FZS  এর মত দেখতে বিশেষ করে হ্যান্ডেল এবং সামনের দিকটুকু ।

দুর্ঘটনা এড়াতে বাইকটির মাঝে  গার্ড দেয়া আছে।

 

Q.J Group এর সাথে বাংলাদেশের Keeway motorcycles  ভালো সম্পর্কের দরুন বাংলাদেশে

Speedoz Ltd  বেনেলি “Benelli TNT 150মোটরসাইকেলটি আমদানি করতে সক্ষম হয়েছে ।

২০১৭ সালের  আগস্ট এর ভেতরেই এর মার্কেটিং ব্যাপক ভাবে বাংলাদেশে শুরু হয়ে  যাবে ।

যদিও এর দাম সম্পর্কে আমদানি কারক প্রতিষ্ঠান এখন পর্যন্ত কিছু জানায় নাই তবে তাদের মতে মোটরসাইকেল টির দাম হাতের নাগালের মাঝেই বিদ্যমান থাকবে

আশা করছি বাইকটি সফল ভাবে এর যাত্রা শুরু করতে পারলে আমরা এর নিত্য নতুন সকল পন্য বাংলাদেশে পাবো।

Join the discussion

75 thoughts on “ব্রেকিং নিউজঃবাংলাদেশে August এ আসছে বেনেলি টিএনটি ১৫০ (Benelli TNT150)মোটরসাইকেল!!

  1. I was curious if you ever considered changing the structure of your blog? Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better. Youve got an awful lot of text for only having one or two pictures. Maybe you could space it out better?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।