ওয়াল্টন প্রিমো জিএইচ৬ মোবাইলঃ মার্শম্যালো ৬.০ অপারেটিং সিস্টেমের ওয়াল্টনের নতুন মোবাইল
ওয়াল্টনের নতুন মোবাইল, বাংলাদেশী ওয়াল্টন কোম্পানী ওয়াল্টন মোবাইল ৩জি সংযুক্ত প্রিমো সিরিজের নতুন এন্ড্রোয়েড স্মার্টফোন ওয়াল্টন প্রিমো জিএইচ৬ ঘোষণা করেছে। ওয়াল্টন স্মার্টফোনটিতে মার্শম্যালো ৬.০ এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম ব্যাবহার করা হয়েছে বলে জানা যায়। সুতরাং ওয়াল্টন জিএইচ৬ স্মার্টফোনটি (walton primo GH6) ওয়াল্টনের প্রথম স্মার্টফোন যেটিতে মার্শম্যালো ৬.০ ব্যাবহার করা হয়েছে।
ওয়াল্টনের স্মার্টফোনটিতে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এবং ১ জিবি শক্তি সম্পন্ন র্যাম যুক্ত করেছে যা কিনা মাল্টিটাস্কিং এর জন্য যথেষ্ট। ওয়াল্টনের নতুন মোবাইলটি গেইম খেলা, মিউজিক স্ট্রিমিং, মুভি দেখা এবং যে কোন অ্যাপ অনায়াসে চালানোর জন্য পারফেক্ট বলে মনে করছেন স্মার্টফোন বিশেষজ্ঞরা।
স্মার্টফোনটি এপ্রিলের ১০ তারিখ প্রথম বাজারে আসে এবং বর্তমানে রূপালী, ধূসর ও সোনালী এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।
ওয়াল্টন প্রিমো জিএইচ৬ (walton primo GH6) মোবাইলটির বাজার মূল্য ৬,২৯০ টাকা মাত্র।
এক বিশেষ সূত্রে ওয়াল্টন স্মার্টফোন বিশেষজ্ঞদের কাছ থেকে জানা যায় – ওয়াল্টন দিনাদিন উচ্চ ফিচারস সম্পন্ন স্মার্টফোন তুলনামূলক কম দামে বাজারে ছাড়ছে এবং এতে করে কম বাজেটের স্মার্টফোন ক্রেতারা স্বল্প দামে ভালো সেবা পাচ্ছে।
স্মার্টফোনটিতে নতুন ফিচারস এর পাশাপাশি নতুন ডিজাইনও দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর বডি প্রিমিয়াম ধাতু দ্ধারা নতুন ভঙ্গিমায় তৈরি করা হয়েছে যা কি না মন কাড়ার জন্য যথেষ্ট।
স্মার্টফোনটির ওজন ১৭৬ গ্রাম এবং ৯.৭মিলিমিটার সরু। এটির নতুন ফিচারস হল ব্যাটারি সেইভিং মোড এবং এটি চার্জ মিতব্যায়ীতে সহায়ক। এটিতে ২০০০ মিলি এ্যম্পিয়ার ব্যাটারি ব্যাবহৃত হয়েছে। মজার বিষয় হলো, ফোনটি যখন ব্যাবহৃত হয় না তখনও এটি অতিরিক্ত চার্জ ব্যায় রক্ষার জন্য কার্যক্রম সচল রাখে। মূল্যের তুলনায় এর ডিসপ্লে যথেষ্ট বড় রাখা হয়েছে। যেখানে স্যামসাং J সিরিজের ১৮,০০০ টাকার বেশি মূল্যের স্মার্টফোনে ৫ ইঞ্চি ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে তার তুলনা মাত্র ৬,২৯০ টাকা মূল্যে ওয়াল্টন জিএইচ৬ স্মার্টফোনটিতে ৫ ইঞ্চি এইডি আইপিএস ডিসপ্লে ব্যবহৃত হয়েছে।
এটির ৮ মেগা পিক্সেল ও ৫ মেগা পিক্সেল ক্যামেরায় প্রফেশনাল ক্যামেরা মোড ফিচারস যুক্ত হয়েছে বলে জানা যায়।
বর্তমান সময়ের সেরা ফিচারস ওটিজিও স্মার্টফোনটিতে সাপোর্ট করে। সুতরাং, প্রিমো জিএইচ৬ কম বাজেটের ওয়াল্টন স্মার্টফোনদের মাঝে সেরা বলে ধারণা করা হচ্ছে।ওয়াল্টন কোম্পানী দাবী করে যে, মার্শম্যালো ৬.০ অপারেটিং সিস্টেম অধিক সময় চার্জ সংরক্ষণের সহায়ক। যখন আপনার স্মার্টফোনটি ব্যাবহৃত হচ্ছে না তখন এন্ড্রোয়েড এম বুদ্ধিমত্তার সাথে পাওয়ার সংরক্ষণের কার্যাবলী পরিচালনা করে থাকে। ওয়াল্টন কোম্পানী আরো জানায়, গুগল কোম্পানী তাদের আগের এন্ড্রোয়েড ভার্সনের তুলনায় দ্বিগুণ চার্জ বাঁচানোর লক্ষমাত্রায় সফল হয়েছে। প্রিমো জিএইচ৬ (walton primo GH6) এ c ব্যাবহৃত হয়েছে তাই ব্যাটারি অপ্টিমাইজের সুবিধা এই স্মার্টফোনটিতেও পাওয়া যাবে।
ফিচারসঃ
* Android Marshmallow 6.0
* Metal Design
* 5-inch HD Display
* 1GB RAM
* Corning Gorilla Glass
* 8MP Rear & 5MP Front Camera
* Professional Camera Mode
Basic Information:
Operating System: Android 6.0 Marshmallow
Processor: 1.3 GHz Quad Core Processor
GPU: Mali-400
RAM: 1GB
Storage Space (ROM): 8GB
Expandable Memory Up to 64GB
Call Mode: Dual Card, Dual Standby
Both SIM 3G Network Supports
SIM Type: 1 Micro- SIM Slot & Another Normal-SIM Slot
Network Parameters:
Network Type: UMTS / GSM
Network Speed: GPRS / EDGE/ 3G / HSPA+
Screen Parameters:
Screen Size: 5 inch HD
Resolution: 1280*720, Supports 16.7M Color
Display Type: IPS
Protection: Corning Gorilla Glass
Camera Parameters:
Rear: BSI 8MP Auto Focus with LED Flash
Shooting Modes: Normal Mode, Professional Camera Mode, Face Beauty, HDR, Panorama
Video Recording: 1080p Full HD
Front: BSI 5MP with Screen Flash (Brighten the Skin in Full Brightness with White Backlight)
Shooting Modes: Normal Mode, Face Beauty, Wide Angle Selfie
Video Recording: 720p HD
Multimedia:
1080p Full HD Video Playback
Radio: Support with Recorder
Connectivity:
Wi-Fi b/g/n, Bluetooth V4, Micro USB V2,WLAN Hotspot, OTG, OTA
Sensors:
Gravity, Light, Proximity, GPS, A-GPS
Battery Capacity: 2000mAh
Battery Type: Li-ion Battery
Weight: 176g (with battery)
Dimension: 145×73.14×9.7mm
Join the discussion