কীভাবে করবেন আপনার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ?

কীভাবে করবেন আপনার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ?

 


মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করাটাকে অনেক ঝামেলাপূর্ণ মনে করেন। কিন্তু, বাইক নিজের হলেও রাস্তায় বের হলে আপনাকে অবশ্যই রাস্তায়  বৈধ ভাবে চলাচলের জন্য মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পেতে হবে।

যাতায়াত ব্যবস্থার সহজ পন্থা হিসেবে মোটরসাইকেল একটি অতি পরিচিত যানবাহন। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে মোটরসাইকেল এর মাধ্যমে প্রয়োজনীয় কাজের  উদ্যেশে যাতায়াত এবং শখের বশে বাইক রাইডিং দুটোই বেশ প্রচলিত।

ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আইনত দণ্ডনীয়  অপরাধ আর তাই আমাদের সকলের উচিৎ বৈধ ভাবে মোটরসাইকেল  ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করে তারপর মোটরসাইকেল চালনা করা।

ড্রাইভিং লাইন্সেন্স এর জন্য করনীয় সকল কাজ

আমরা অনেকেই হয়তো জানিনা কি করে ড্রাইভিং লাইসেন্স পেতে হয় বিশেষ করে যারা নতুন মোটরসাইকেল চালক তারা ।

আপনি যদি ড্রাইভিং লাইসেন্স পেতে চান তবে প্রথমেই আপনাকে আবেদন করতে হবে লার্নার লাইসেন্স অর্থাৎ প্রাথমিক শিক্ষানবিশ লাইসেন্স এর জন্য।

তাই ড্রাইভিং লাইসেন্স পেতে হলে প্রথমেই আপনাকে প্রয়োজনীয় সকল কাগজ পত্র  প্রস্তুত করে আবেদন করতে হবে ।

 


ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম:

ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন ফরম |


কীভাবে লার্নার ড্রাইভিং লাইসেন্স পেতে পারি ?

 ড্রাইভিং লাইসেন্স পেতে হলে প্রথমে বিআরটিএর ওয়েবসাইট বা বিআরটিএ অফিস থেকে লার্নার বা শিক্ষানবিস ফরম সংগ্রহ করতে হবে।

লার্নার ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রথমেই আপনাকে আপনার এলাকায় যদি বিআরটিএ  এর কোন সার্কেল অফিস থেকে থাকে তবে সেখানে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা এর সঠিক প্রমাণাদি সহ  আবেদন করতে হবে ।

এবং আবেদনের পর আপনি সেখান থেকে একটি শিক্ষানবিশ  ড্রাইভিং লাইসেন্স পাবেন যার মাধ্যমে আপনি সেখান থেকে রাস্তায় চলাচলের জন্য সকল নিয়ম কানুন সম্পর্কে অবগত হতে পারবেন এবং সঠিক ভাবে চালানোর সকল কৌশল জানতে পারবেন ।

বিআরটিএ কর্তৃক এই প্রশিক্ষণ ৩ মাস মেয়াদী হবে । ৩ মাস পর আপনাকে তাঁদের নির্ধারিত কেন্দ্রে লিখিত , মৌখিক এবং ফিল্ড টেস্ট এর মাঝে অংশগ্রহন করতে হবে ।

 

সবাই কি ড্রাইভিং লাইসেন্স পেতে পারে ?

বাংলাদেশে বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স এর বয়স সীমা নির্ধারিত রয়েছে । পেশাজীবীদের জন্য ২০ বছর এবং অন্যান্য সবাই ১৮ বছর এর পর থেকেই লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবে।

 

লার্নার ড্রাইভিং লাইসেন্স এর আবেদনের জন্য কি কি প্রয়োজন ?

 

লার্নার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করার সময় আপনাকে বিআরটিএ এর  নির্ধারিত ফরমের মাঝে সকল তথ্য পূরণ করে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজ হিসেবে আপনাকে যা যা সঠিক ভাবে রাখতে হবে তা হল-

 

  • রেজিস্টার্ড মেডিকেল সার্টিফিকেট
  • ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্মসনদ / পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি
  • নির্ধারিত ফি এর টাকাঃ
  • ক্যাটাগরি -১ [ যেকোন এক ধরণের হালকা মোটরযান এবং একটি মোটরযান ] এর জন্য ৩৪৫ টাকা এবং
  • ক্যাটাগরি -২ [ মোটরসাইকেল সহ অন্য আরো হালকা মোটরযান চালনা ] এর জন্য ৫১৮ টাকা
  • বিআরটিএ নির্ধারিত ব্যাংক রশিদ
  • ৩ কপি ষ্ট্যাম্প সাইজ এবং ১ কপি পাসপোর্ট সাইজের ছবি

 

এভাবে সকল পরীক্ষায় উত্তীর্ণ হবার পর আপনি  লার্নার ড্রাইভিং লাইসেন্স বিআরটিএ থেকে পেতে পারেন এবং সাথে সাথে আবেদন করতে পারবেন পুনরায় স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এর জন্য ।

 

কীভাবে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাবো?

 

আপনি সরাসরি সার্কেল অফিসে আপনার আঙ্গুলের ছাপ বায়োমেট্রিক পদ্ধতিতে এবং ডিজিটাল ছবি , ডিজিটাল সাইন  দেবার পর স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন ।

আপনার জন্য কার্ড তৈরি হলেই আপনি কার্ডটি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন এবং যতদিন আপনি কার্ড পাবেন না তার আগে ব্যবহারের জন্য আপনাকে লাইসেন্সের সমতুল্য একটি স্লিপ দেয়া হবে ।

যা সাথে রেখে আপনাকে মোটরসাইকেল চালনা করতে হবে  স্মার্ট কার্ড লাইসেন্স পাবার আগ পর্যন্ত ।

 

আবেদনের সময় যেসব কাগজ সঙ্গে রাখতে  ভুলবেন না-

  • নির্ধারিত ফরম
  • রেজিস্টার্ড মেডিকেল সার্টিফিকেট
  • ন্যাশনাল আইডি কিংবা পাসপোর্ট জন্মসনদ এর সত্যায়িত ফটোকপি
  • নির্ধারিত ফি এর মুল্য –
  • অপেশাদার লাইসেন্স এর ফি এর মুল্য – ২৫৪২ টাকা ১০ বছরের নবায়ন ফি সহ
  • পেশাদার লাইসেন্স এর ফি এর মুল্য – ১৬৮০ টাকা ৫ বছরের নবায়ন ফি সহ
  • পুলিশ তদন্ত প্রতিবেদন [ শুধু মাত্র পেশাদার লাইসেন্স এর জন্য ]
  • ১ কপি পাসপোর্ট সাইজের ছবি

 

পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মাঝে কিন্তু ৩ টি ভাগ  রয়েছে ।

 

১। পেশাদার হালকা মোটরযান লাইসেন্স –  ওজন – ২৫০০ কেজি এর নিচে  – বয়স সীমা ২০ বছর

২। পেশাদার মাঝারি মোটরযান লাইসেন্স- ওজন- ২৫০০ থেকে ৬৫০০ কেজি- বয়স সীমা ২৩ বছর এবং ৩ বছরের হালকা মোটরযান লাইসেন্স এর অভিজ্ঞতা

৩। পেশাদার ভারী মোটরযান লাইসেন্স- ওজন-৬৫০০ কেজির বেশি – বয়স সীমা ২৬ বছর-এবং ৩ বছরের মাঝারি যানবাহন চালনার অভিজ্ঞতা


 ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্নঃ ড্রাইভিং লাইসেন্স প্রশ্ন

মটর সাইকেল লাইসেন্স ফি ২০১৭ঃমোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ফি-২০১৭ – Product Review BD

ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া – বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট …

নোট- বাজারে ড্রাইভিং শিক্ষা বই পেতে পারেন।বর্তমানে ওয়েবসাইটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেককরার কোন অপশন নেই।

Summary
কীভাবে করবেন আপনার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ?
Article Name
কীভাবে করবেন আপনার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ?
Description
ইভিং লাইসেন্স পেতে হলে প্রথমে বিআরটিএর ওয়েবসাইট বা বিআরটিএ অফিস থেকে লার্নার বা শিক্ষানবিস ফরম সংগ্রহ করতে হবে। লার্নার ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রথমেই আপনাকে আপনার এলাকায় যদি বিআরটিএ এর কোন সার্কেল অফিস থেকে থাকে তবে সেখানে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা এর সঠিক প্রমাণাদি সহ আবেদন করতে হবে । এবং আবেদনের পর আপনি সেখান থেকে একটি শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পাবেন যার মাধ্যমে আপনি সেখান থেকে রাস্তায় চলাচলের জন্য সকল নিয়ম কানুন সম্পর্কে অবগত হতে পারবেন এবং সঠিক ভাবে চালানোর সকল কৌশল জানতে পারবেন । বিআরটিএ কর্তৃক এই প্রশিক্ষণ ৩ মাস মেয়াদী হবে । ৩ মাস পর আপনাকে তাঁদের নির্ধারিত কেন্দ্রে লিখিত , মৌখিক এবং ফিল্ড টেস্ট এর মাঝে অংশগ্রহন করতে হবে ।
Author
Publisher Name
productreviewbd.com/
Publisher Logo

Join the discussion

913 thoughts on “কীভাবে করবেন আপনার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ?

  1. Thank you for sharing excellent informations. Your website is so cool. I’m impressed by the details that you’ve on this blog. It reveals how nicely you understand this subject. Bookmarked this web page, will come back for more articles. You, my friend, ROCK! I found simply the information I already searched everywhere and just couldn’t come across. What a perfect web-site.

  2. The next time I read a weblog, I hope that it doesnt disappoint me as a lot as this one. I mean, I do know it was my choice to learn, but I actually thought youd have something fascinating to say. All I hear is a bunch of whining about one thing that you can repair if you happen to werent too busy in search of attention.

  3. Just wish to say your article is as astounding. The clarity in your post is just nice and i can assume you’re an expert on this subject.
    Fine with your permission allow me to grab your RSS feed to keep updated with forthcoming post.
    Thanks a million and please carry on the gratifying work.

  4. I precisely needed to thank you very much yet again. I am not sure the things I might have used without the type of tips discussed by you relating to such topic. Entirely was a intimidating condition in my view, but taking note of your specialised way you treated the issue made me to weep over contentment. I am just grateful for your assistance and wish you find out what an amazing job that you’re putting in instructing others through the use of your websites. I know that you haven’t got to know any of us.

  5. Youre so cool! I dont suppose Ive read anything like this before. So nice to seek out someone with some original ideas on this subject. realy thanks for starting this up. this website is something that is wanted on the net, somebody with a bit of originality. useful job for bringing something new to the web!

  6. Today, I went to the beachfront with my kids. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She placed the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is completely off topic but I had to tell someone!

  7. What Is ZenCortex? ZenCortex is a natural supplement that promotes healthy hearing and mental tranquility. It’s crafted from premium-quality natural ingredients, each selected for its ability to combat oxidative stress and enhance the function of your auditory system and overall well-being.

  8. Thanks for sharing excellent informations. Your website is so cool. I’m impressed by the details that you have on this website. It reveals how nicely you understand this subject. Bookmarked this website page, will come back for more articles. You, my pal, ROCK! I found simply the information I already searched all over the place and just couldn’t come across. What an ideal web site.

  9. Nice read, I just passed this onto a friend who was doing a little research on that. And he actually bought me lunch because I found it for him smile Thus let me rephrase that: Thank you for lunch! “There are places and moments in which one is so completely alone that one sees the world entire.” by Jules Renard.

  10. Have you ever considered about adding a little bit more than just your articles? I mean, what you say is important and everything. However think of if you added some great pictures or videos to give your posts more, “pop”! Your content is excellent but with pics and video clips, this site could undeniably be one of the best in its field. Fantastic blog!

  11. Unlock the potential of your pineal gland with the potent Pineal XT Dietary supplements serve as a gateway to expanding one’s range of expression, and Pineal gland support supplements, in particular, can elevate mental and spiritual capabilities. Pineal XT vitamins offer a pathway to endless joy, prosperity, health, and love. These supplements are designed to bolster the pineal gland’s function, enhance overall body performance, and boost energy levels. It stands as a premier alternative for reducing the impact of fluoride, pollutants, and the natural aging process.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।