ছেলেদের ত্বক ফর্সাকারী সবচেয়ে ভালো ৫টি ফেস মাস্কঃ ঘরোয়া পদ্ধতি

 

ছেলেদের ত্বক ফর্সাকারী সবচেয়ে ভালো ৫টি ফেস মাস্ক  ঘরোয়া পদ্ধতি

 

ছেলেদের ফেয়ারনেস ক্রিম  কিম্বা ছেলেদের ত্বক ফর্সা করার ক্রিম এ ক্ষতিকারক মারকারি থাকে।একটা এনজিও পরিচালিত গবেষণায়  তারা একটি তালিকা প্রকাশ করেছে যে কোণ ক্রিমে (ছেলেদের ফেয়ারনেস ক্রিম, ফেয়ারনেস নাইট ক্রিম, Day cream) কতটুকু মার্কারি আছে।

আপনি আরও অবাক হবে জেনে যে আপনার প্রিয় সব ব্রান্ডের ক্রিমের (ছেলেদের ত্বক ফর্সাকারী ক্রিম) মধ্যেই এই মার্কারি রয়েছে। জানতে পড়ুন , জেনে নিন বিখ্যাত ও জনপ্রিয় সব ত্বক ফর্সাকারী ক্রিমের ক্ষতিকারক মারকারি লিস্ট।

 

ছেলেদের ত্বক ফর্সাকারী সবচেয়ে ভালো ৫টি ফেস মাস্কঃ ঘরোয়া পদ্ধতি

আবার, মেয়েদের থেকে পুরুষদের ত্বক কিছুটা ভারী ও তুলনামূলক কম স্পর্শকাতর। এইজন্যই যেসব প্রসাধন সামগ্রী মেয়েরা ব্যবহার করেন সেগুলো ব্যবহারে ছেলেরা কার্যকরী ফলাফল তো দূরে থাক আশানুরূপ সামান্য ফলও পান না।

ফেস মাস্ক ব্যবহারে মুখের ত্বকের ধুলাবালি পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের ব্রণের আশংকা যেমন কমে, তেমনি ত্বক স্বাভাবিক লাবণ্যময়তা ধরে রাখে।

সেরা ২০ টি ছেলেদের ফেসওয়াস – জানতে কিল্ক করুন।

 আর যারা রঙ ফর্সা করার সবচেয়ে ভাল ১১ টি ফেয়ারনেস ক্রিম বা হোয়াইটেনিং ক্রিম/খুজচ্ছেন এখান থেকে আসা করি ভহাল কিছু টিপস পাবেন।

আপনি  অবাক হবে জেনে যে আপনার প্রিয় সব ব্রান্ডের ক্রিমের (ছেলেদের ত্বক ফর্সাকারী ক্রিম) মধ্যেই এই মার্কারি রয়েছে।

তাই প্রাকৃতিক ভাবে ও ঘরোয়া ভাবে ফেস মাস্কের কোন সাইড এফেক্ট নেই  কিন্তু ছেলেদের ত্বক ফর্সা করার ক্রিম যা বাজারে পাওয়া যায়, তাতে অনেক ক্ষতিকর উপাদান থাকে এবং কার্যকারিতা অনেক।

আজ আমরা প্রাকৃতিক এমন কিছু ফেস মাস্কের কথা বলবো যা ছেলেদের ত্বকের জন্য কার্যকরী এবং যা ব্যবহারে চমৎকার ফলাফল পাবেন।

 

ছেলেদের ত্বক ফর্সাকারী সবচেয়ে ভালো মানের ফেস মাস্ক :

১। Sandalwood and Milk Cream (স্যান্ডেলউড অ্যান্ড মিল্ক ক্রীম) :

যা যা লাগবে –

  • এক টেবিল চামচ লাল স্যান্ডেলউড(চন্দন) পাউডার
  • এক চা চামচ মিল্ক ক্রীম
  • এক চা চামচ লেবুর রস
  • এক চমটি হলুদ গুঁড়া

সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটি মুখমন্ডল ও ঘাড়ে লাগিয়ে ১৫ – ২০ মিনিট রাখতে হবে। এরপর হালকা উষ্ণ পানিতে মুখ ও ঘাড়ের অংশ ধুয়ে পরে ঠান্ডা পানি দিয়ে ঝাপটা দিতে হবে যাতে করে ত্বকে থাকা হালকা গর্তগুলো মিলিয়ে যায়। ভালো ফলাফলের জন্য সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন।

২। Banana, Honey and Sour Cream (বানানা, হানি অ্যান্ড সোর ক্রীম) :

যা যা লাগবে –

  • ভর্তা করা কলা
  • এক টেবিল চামচ মধু
  • দুই টেবিল চামচ সাওয়ার ক্রীম(ছেলেদের জন্য ক্রিম যেকোনো)

সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে এই মিশ্রণটি আপনার মুখমন্ডল ও ঘাড়ে লাগান। লাগানোর ১৫ – ২০ মিনিট পরে হালকা ভেজানো নরম একটি কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। Orange Juice, Honey, Rose Water and Fuller’s Earth (অরেঞ্জ জুস, হানি, রোজ ওয়াটার অ্যান্ড ফুলারস আর্থ) :

যা যা লাগবে –

  • দুই টেবিল চামচ কমলালেবুর রস
  • দুই চা চামচ মধু
  • দুই চা চামচ গোলাপজল
  • এক টেবিল চামচ মুলতানি মাটি

সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে যতটুকু প্রয়োজন আপনার ঘাড় সহ সারা মুখমন্ডলে লাগান। ১৫ মিনিট পর একটি ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ ও উজ্জ্বল করতে এই ফেস মাস্কটি খুব কার্যকরী।

৪। Almonds, Gram Flour, Milk and Lime Juice ( এলমন্ড , গ্রাম ফ্লাওয়ার, মিল্ক অ্যান্ড লাইম জুস) :

যা যা লাগবে –

  • ৪ – ৫ টি বাদাম
  • এক চা চামচ বেসন
  • এক চা চামচ দুধ
  • চার ফোঁটা লেবুর রস

৪ – ৫ টি বাদাম সারারাত ভিজিয়ে রাখতে হবে। এরপর বাদামগুলোর উপরের পাতলা চামড়া ফেলে ভালো করে ভেঙ্গে নিতে হবে। তারপর এতে পরিমাণমত বেসন, দুধ ও লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণটি ঘাড় সহ সারা মুখে লাগিয়ে কয়েক মিনিট রাখতে হবে যাতে ত্বক দ্বারা সবকিছু ভালমতো শোষিত হয়। প্রায় ১৫ – ২০ মিনিট পর হালকা ভেজা তোয়ালে দিয়ে মুখ ও ঘাড় ভালো করে মুছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫। Honey, Lemon Juice, Almond Oil and Milk Powder (হানি, লেমন জুস, আলমন্ড অয়েল অ্যান্ড মিল্ক পাউডার) :

যা যা লাগবে –

  • এক চা চামচ মধু
  • অর্ধেক চা চামচ লেবুর রস
  • এক চা চামচ বাদাম তেল
  • এক চা চামচ গুঁড়ো দুধ

সব উপাদান ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এইবার এই মিশ্রণটি ঘাড় সহ সারা মুখমন্ডল লাগান। প্রায় ১৫ মিনিট রাখার পর প্রথমে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে পরে ঠান্ডা পানির ঝাপটা দিতে হবে যাতে ত্বকে থাকা হালকা গর্তগুলো মিলিয়ে যায়। এই ফেস মাস্কটি প্রাকৃতিকভাবে আপনার ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। এছাড়াও ত্বকের মরা কোষ দূর করে ত্বকের সান ট্যান সমস্যার সমাধান করবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।

ত্বকের যত্ন যে শুধু মেয়েদের জন্য এটা ঠিক নয়। পুরুষদের ত্বকও তাদের দৈনন্দিন ব্যস্ততায় ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এজন্যই তাদের চাই তাদের ত্বক উপযোগী প্রসাধন সামগ্রী এবং যত্ন।

ছেলেদের তৈলাক্ত ত্বকের ক্রিম ঃছেলেদের সেরা ১০ টি তৈলাক্ত স্কিন এর ফেয়ারনেস ক্রিম ও দাম

গার্নিয়ার ক্রিম ঃগার্ণীয়ার মেন পাওয়ারলাইট ওয়েল কন্ট্রোল ফেয়ারনেস ক্রিম রিভিউ/

 

Join the discussion

48 thoughts on “ছেলেদের ত্বক ফর্সাকারী সবচেয়ে ভালো ৫টি ফেস মাস্কঃ ঘরোয়া পদ্ধতি

  1. Thank you so much for providing individuals with an extraordinarily superb possiblity to read critical reviews from this web site. It’s always so terrific plus jam-packed with a great time for me and my office colleagues to visit your website particularly three times in a week to learn the new guides you will have. And lastly, I’m just always astounded considering the breathtaking ideas you serve. Certain 3 ideas in this article are basically the most impressive we’ve had.

  2. My programmer is trying to persuade me to move to .net from PHP. I have always disliked the idea because of the costs. But he’s tryiong none the less. I’ve been using WordPress on various websites for about a year and am anxious about switching to another platform. I have heard excellent things about blogengine.net. Is there a way I can transfer all my wordpress content into it? Any help would be really appreciated!

  3. I have been exploring for a little for any high-quality articles or blog posts on this kind of area . Exploring in Yahoo I at last stumbled upon this website. Reading this info So i am happy to convey that I have an incredibly good uncanny feeling I discovered exactly what I needed. I most certainly will make sure to don’t forget this web site and give it a glance regularly.

  4. Please let me know if you’re looking for a article writer for your
    weblog. You have some really great articles and I think I would be a good asset.
    If you ever want to take some of the load off, I’d
    really like to write some content for your blog in exchange for a link back to
    mine. Please send me an e-mail if interested. Regards!

  5. This is another key component in weighing up which operators made our list of the best online casinos in the UK for 2024. Game choice is everything these days and is one of the only ways of differentiating the online casino offering. Banking: To cater to a wide range of players, Vavada offers trusted and safe payment methods such as Visa, MasterCard, and American Express. For players who prefer to use cryptocurrencies, the online casino supports several digital coins, including Bitcoin, Litecoin, Ethereum, and Tether. The UK online casinos on the list are arranged by their popularity among players, from the most popular to the least popular. The popularity index is indicated by ratings for each casino. You will notice that many casinos on the list have quite a good rating, which only proves that regulated markets bring quality and satisfaction to players.
    https://rowanyxwu418518.blogacep.com/25106545/%CF%80%CE%BF%CE%BA%CE%B5%CF%81-%CE%BA%CE%B1%CE%B6%CE%B9%CE%BD%CE%BF-paysafecard
    21+3 – This side bet lets you bet that a poker hand (usually either flush, straight, three of a kind and straight flush) will appear from a combination of your hand and the dealer’s. At most live casino blackjack tables, there will be a range of pay-outs based upon the different odds of each hand occurring – not so at Lucky Streak. Here all four results pay out 9:1. Play at land-based casinos: We briefly mentioned it earlier, but LuckyStreak is one of few live casino suppliers to offer Dual Play tables. Streamed live from land-based casinos, such as the Oracle Casino and Portomaso Casino, you can play live roulette alongside physical players on the casino floor! It’s time to see what you can play at Lucky Streak Casinos. The company’s live lobby features a variety of Blackjack, Roulette, and Baccarat tables. Some of them are broadcasted from a state-of-the-art studio in the Baltics, while others are “dual-play” streams that come from real-life outlets like the Portomaso and Oracle casinos. You can find more details about each genre below.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।