ভিকো টারমারিক ক্রিম রিভিউ

ভিকো টারমারিক ক্রিম রিভিউ

ভিকো টারমারিক ক্রিম (Vicco Turmeric Skin Cream) এর বিজ্ঞাপনটি আমার এখনও মনে আছে। আমার ছেলেবেলায় দিনগুলিতে এই বিজ্ঞাপন খুব প্রচার হত। ফেয়ার এন্ড লাভলী এর আগে ভিকো টারমারিক ক্রিম ছিল আমাদের প্রধান ক্রিম আর ত্বকের সমস্যায় আমরা তাই ব্যবহার করতাম।

আমাদের ত্বকের সাধারণ কাটা ছেড়ায় আম্মুরা এই ভিকো টারমারিক আয়ুর্বেদিক  ক্রিমটি লাগিয়ে দিত। আসলেই এই ক্রিমটি স্কিন ক্রিম হলেও ঘরে এটা ছোট খাটো ইঞ্জুরিতে ঔষধ হিসেবে কাজ করত।

%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf

Vicco Turmeric Skin Cream  সেই বহু আগে থেকে এখনও এর গুনগত মান একই রেখেছে।

সেরা নাইট ক্রিম কোনগুলো? শুষ্ক ত্বকের জন্য  সেরা ৫ টি ভালো নাইট ক্রিম

ভাল দিক

 বাইরে ত্বক নিরাময় করে,

 পোড়া প্রশমিত করে, বলিরেখা  দুর করে,

 ত্বক বিবর্ণ হওয়া রোধ করে আর

 বাড়তি সিরাম উৎপাদন নিয়ন্ত্রণ করে এই ভিকো টারমারিক আয়ুর্বেদিক ক্রিম।

খারাপ দিকঃ

যাদের ত্বক শুষ্ক , তাদের জন্য ক্রিম টি একটি কঠিন অভিজ্ঞতা দেবে । কারন,  শুষ্ক ত্বকে এর হলুদ রঙ খুব ভালোভাবে  ম্যাসেজ না করলে হবে না।

 যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য এটা আশীর্বাদ কারণ এটি  ব্রণ প্রতিরোধ করে ।

বাংলাদেশের বাজারে এটি সব সময় পাওয়া যায়ে না।


তৈলাক্ত ত্বকের জন্য সেরা ১০ টি  নাইট ক্রিম

[wp-review id=””]

 

ভিকো টারমারিক আয়ুর্বেদিক ক্রিম এর দাম

৩০ গ্রামের প্যাকের মূল্য ১৯৫ টাকা।

ভিকো টারমারিক আয়ুর্বেদিক ক্রিমের উপাদান

এই ক্রিমের উল্লেখযোগ্য উপাদান হল হলুদের নির্যাস আর চন্দনের তেল। এই দুই উপাদানেই দুর্লভ সব কাজ করে।

হলুদ ত্বক পরিষ্কার করে ত্বকের পুনুরুজ্জীবিত করে আর ত্বকের মৃত কোষ ও ময়লা জমা হওয়টা দূর করে।

হলুদ গুঁড়া মধ্যে আছে এন্টিসেপটিক এবং antibacterial এজেন্ট যা  ব্রণ এর কারণ যেসব ব্যাকটেরিয়া তাদের প্রতিরোধ করে আর  প্রদাহ কমাতে পারে।

ত্বকের অন্তর্গত অন্যান্য সহজাত উপাদানের সাথে মিশে  হলুদ আপনার ত্বক সজীব করে।

আবার, বাইরে  হলুদ ত্বক নিরাময় করে, পোড়া প্রশমিত করে, বলিরেখা  দুর করে, ত্বক বিবর্ণ হওয়া রোধ করে আর  বাড়তি সিরাম উৎপাদন নিয়ন্ত্রণ করে এই ভিকো টারমারিক আয়ুর্বেদিক ক্রিম।

চন্দনের সুগন্ধির জন্য অনেকে এটি ব্যবহার করে। এছাড়া চন্দনের উপাদান আপনার ত্বক পরিষ্কার এবং সুন্দর করে।

ভিকো টারমারিক আয়ুর্বেদিক  এর চন্দন তেল ত্বকের চুলকানি এবং শুষ্কতা দুর করে।

চন্দন তেল নিয়মিত ব্যবহারে ত্বকের বয়সের ভাঁজ পড়া বা বলিরেখা প্রতিরোধ করতে পারে।

সুতরাং,  হলুদ এবং চন্দন উভয় অসাধারণ প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন উপাদান যা  আপনার ত্বক উজ্জ্বল করে আর পুস্টি যোগায়।

ফেয়ারনেস ক্রিম, জেনে নিন বিখ্যাত ও জনপ্রিয় সব ত্বক ফর্সাকারী ক্রিমের ক্ষতিকারক মারকারি লিস্ট।

 

আসুন এবার দেখি,

ভিকো টারমারিক আয়ুর্বেদিক  ক্রিম এর কার্যকারিতা–

প্রথম দর্শনমাত্র আপনি হয়ত মনে করবেন ভিকো টারমারিক আয়ুর্বেদিক ক্রিম, একটি মলম । এর  প্যাকটি আকর্ষণীয় না ।   ক্রিমটির রঙ হালকা হলুদ এবং এটি একটি ছোট প্যাক এ আসে। কিন্তু এর রয়েছে শক্তিশালী সুবাস যা অল্প  সময়ের  মধ্যে মিলিয়ে যায়।

আপনার মুখ পরিষ্কার করে ধুয়ে এই ভিকো টারমারিক আয়ুর্বেদিক  ক্রিম লাগাবেন যখন ত্বক নিস্প্রান থাকবে । অন্যান্য ক্রিমের তুলনায় ক্রিমটি এত নরম  নয় তাই এটি লাগানোর পর হলদে রঙ  ম্যাসাজ করে মিলিয়ে ফেলতে হবে। এই ক্রিমের প্রখ্যাত প্রাকৃতিক উপাদান আপনার  ত্বকের ব্রণ  কমাতে ও ত্বকের দাগ দূর করতে  সাহায্য করবে ।

মনে রাখবেন এটি মাসাজ করে মিশিয়ে দিতে হবে। কারণ এটি স্টিকি।

vicco-turmeric

যাদের ত্বক শুষ্ক , তাদের জন্য ক্রিম টি একটি কঠিন অভিজ্ঞতা দেবে । কারন,  শুষ্ক ত্বকে এর হলুদ রঙ খুব ভালোভাবে  ম্যাসেজ না করলে হবে না।

 যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য এটা আশীর্বাদ কারণ এটি  ব্রণ প্রতিরোধ করে ।

যা হোক অনেকেই এই আয়ুর্বেদীয় ক্রিম খুঁজে পান না তাই আপনি  যদি চান তাহলে তাদের জানাতে পারেন।  এটা আপনার জন্য কাজ করছে জানাতে  চেষ্টা করতে পারেন।

ত্বকে কিভাবে ভিকো টারমারিক আয়ুর্বেদিক ক্রিম ব্যবহার করবেন

এই আশ্চর্যজনক ত্বকের ক্রিমটি ত্বকের  তেল নিয়ন্ত্রণ করে  এবং ত্বকের অনেক ইঞ্জুরিতে  আরোগ্য লাভে সাহায্য করে যা আমরা উপর বলেছি। আমি যখন এটি  আমার শুষ্ক ফাটা ত্বকে লাগাই আমি কিছু সময়ের জন্য স্বস্তি লাভ করি।

রঙ ফর্সা করার সবচেয়ে ভাল ১১ টি ফেয়ারনেস ক্রিম বা হোয়াইটেনিং ক্রিম

তাই আপনি যদি আপনার শুষ্ক ত্বকে ময়েসচারাইয করতে চান তবে  এই ভিকো টারমারিক আয়ুর্বেদিক ক্রিম ব্যবহার করতে পারেন।

কিভাবে ত্বকে কাজ করে ও মিশে ঃ

5-ways-to-use-vicco-turmeric-cream-2

5-ways-to-use-vicco-turmeric-cream-3

এই আয়ুর্বেদীয় ক্রিম লাগানোর সবচেয়ে  শ্রেষ্ঠ সময় হল রাত যা আপনার ত্বক হাইড্রেট করবে।

ঘুমানোর আগে  মুখ ভালভাবে পরিষ্কার করে ভিকো টারমারিক আয়ুর্বেদিক ক্রিম সমানভাবে মাসাজ করে লাগাবেন।

ত্বকের যেখানে যেখানে দাগ সেখানে এই ক্রিম লাগান। এটি ত্বকের পিম্পল ও ছোট খাটো ব্যথা দূর করবে।

এই ভিকো টারমারিক আয়ুর্বেদিক  ক্রিম নিয়মিত ব্যবহারে ত্বকে যে কালো দাগ হয় তা দূর হয় ধীরে ধীরে।

অল্প পুড়ে গেলে বা কেটে গেলে এই ঔষধী উপাদানটা ভাল করে।

শেষ কথা

নিখুঁত ত্বকের জন্য ভিকো টারমারিক আয়ুর্বেদিক ক্রিম ব্যবহার খুব ভাল। ত্বকের রূপচর্চার  ক্রিম ছাড়াও এটি ছোট খাটো কাটা বা পুড়ে গেলে এটি কার্যকরী ভাবে ত্বক ভাল করে । তবে ত্বক খুব বেশী সজীব রাখতে পারে না এই ভিকো টারমারিক আয়ুর্বেদিক  ক্রিমটি।

সূত্র ঃKannu Brothers

Summary
Review Date
Reviewed Item
ভিকো টারমারিক আয়ুর্বেদিক ক্রিম
Author Rating
51star1star1star1star1star

Join the discussion

31 thoughts on “ভিকো টারমারিক ক্রিম রিভিউ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।