productreviewbd.com
বাসায় একটা ওভেন তো লাগেই এই ব্যস্ত শহুরে জীবনে । তো আপনিও আপনার মনের মতো পছন্দ করে বিখ্যাত কোম্পানির নামকরা ব্রান্ডের ওভেন কিনে আনলেন তাদের ঝকঝকে বিশাল শো-রুম থেকে । ভালই চলছিল সব। হটাৎ একদিন দেখলেন কিছু একটা সমস্যা । ওভেনটা ঠিকমতো কাজ করছে না। নিয়ে গেলেন ওদের সার্ভিস সেন্টেরে ।এরা খুব ইনিয়ে বিনিয়ে বলল যে, এখন তাদের কাছে স্পেয়ার পার্টস নেই ।
আপনার মেজাজ তখন সপ্তমে । আপনার অনেক সাধ আপনি আপনার সাধের মধ্যে পুরন করার পর এরকম হটাৎ করেই তা ভেঙ্গে খান খান হয়ে যায় অনেক সময়। এই জন্য মাইক্রোওয়েভ ওভেন কেনার সময় যেসব বিষয় বিবেচনা করা জরুরী ।
আপনার অতি মনোরম দীঘল কালো কোঁকরা চুল। কিন্তু তার যত্নে আপনি এমন এক শ্যাম্পু কিনে আনলেন যা আপনার চুলে একদম উপযুক্ত না। কি করবেন এখন-শাম্পুটা কি ফেলে দেবেন — নয়তো আর একটা কিনতে হবে । কোঁকরা চুল এর জন্য আপনার TRESemme Keratin Smooth Shampoo রিভিউ শ্যাম্পু জানা প্রয়োজন ।
আমার শখ ফুলের বাগান করা। আমার বারান্দায় তাই গোলাপ, বেলী সব সময় ফোটে। যখনই ছবি তুলে আপলোড করব ভাবছি ঠিক তখনই দেখা গেল যে ফোনটায় চার্জ নেই । এই ফোনটা কেনার আগে এটির ব্যাটারি পারফরমেন্স এবং ক্যামেরার রিজুলুসানটা ঠিক মতো যাচাই করেনি আর তাই আজ এই হতাশা —
ক্রেতার সাধ্য অনুযায়ী ভাল স্মার্টফোন পাওয়ার জন্য আমরা বিভিন্ন রিসার্চ করে ৫০০০ টাকা বাজেটের মাঝে সেরা ১০টি স্মার্টফোন নির্বাচন করেছি। আশাকরছি এতে করে স্মার্টফোন খুঁজে বের করার সময়টুকু হলেও বাঁচানো সম্ভব।
বর্তমানে আমাদের দেশে ১৫০০০ টাকা বাজেটের মাঝে অনেক ভাল ভাল স্মার্টফোন পাওয়া যাচ্ছে এবং ভোক্তাগণ ব্যাবহার করে সন্তুষ্টও প্রকাশ করছে।
আমার ছোটো ছেলেটার বয়স ১৫ বছর। একটা বাইসাইকেল কিনে দেব ভাবছিলাম। দেখি আমার বাবা একদিন অর জন্য একটি বাইসাইকেল কিনে নিয়ে হাজির। ছেলেতো আমার মহাখুশি । প্রথম দিন ভালই চালালো । কিন্তু পরের দিন থেকেই তার পায়ে কোমরে বাথা বলতে লাগলো। আসলে বাইসাইকেলটির ফ্রেম আর সাইজ ওর বয়সের আর ওর শরীরের সাথে উপযুক্ত নয়।এটি ওর চাইতে বড় ছেলেদের জন্য ফিট। বাবা যদি বাইসাইকেল কেনার আগে একবার সাইকেল এর সাইজ আর কেনার পরামর্শগুলি দেখে কিনতেন ।
বাই সাইকেল কেনার আগে তাই আপনার গঠন ও আকৃতির সাথে উপযুক্ত বাইসাইকেলটি খুঁজে বের করুন। সেই বাইসাইকেলটি কিনবেন যেটা আপনার প্রয়োজন আর শারীরিক উপযুক্ততার সাথে যথোপযুক্ত
আমাদের নিত্য দিনের কেনাকাটায় এরকম হাজারো সমস্যার মুখোমুখি হই আমারা । আর এজন্যই আমরা আছি productreviewbd.com –পণ্যের রিভিউ, কেনার আগের বিভিন্ন পরামর্শ আর কেনাকাটার হরেক রকমের নির্দেশিকা আপনাদের কাছে তুলে ধরার জন্য।
এছাড়াও প্রোডাক্ট টেস্টিং এর মাধ্যমে বড় বড় ব্র্যান্ড গুলি তাদের নুতন প্রোডাক্ট বাজারে আনার আগে ষ্টোরে পাঠায় ।তাদের সেই পণ্য সম্পর্কে ক্রেতারা কি ভাবছে বা পণ্যটি আশানুরূপ কাজ করছে কিনা তা দেখার জন্য prouctreviewbd.com।
এটা কোম্পানির সময় এবং বিনিয়োগ দুটোই সংরক্ষন করে যদি পণ্যটি ভাল কাজ না করে ।কারণ বেশী পরিমাণ বিনিয়োগের আগেই প্রোডাক্ট টেস্টিং এর মাধ্যমে তারা জানতে পারে যে পণ্যটি কতটা গ্রহণযোগ্য ।
বাংলার জন্য আপনি পড়তে পারেন- productreviewbd.com/bn/
For English You can read- productreviewbd.com/