ওয়ান প্লাস ৫টি রিভিউ (OnePlus5T)
ওয়ান প্লাস ৫টি রিভিউ (OnePlus5T)
ওয়ান প্লাস ৫টি আসছে ওয়ান প্লাস ৫ এর দামে, কিন্তু ফিচারে কি থাকছে কোন পরিবর্তন?
নতুন ওয়ান প্লাস ৫টি (OnePlus5T) বাজারে আসছে নভেম্বর ২০১৭ এর শেষের দিকে। স্মার্ট ফোনটি ওয়ান প্লাস ৫ এর পরবর্তী ফোন, মজার ব্যাপার হল দুটি ফোনের দাম একই রাখা হয়েছে।
নতুন মোড়কে পুরোনো ৫ কেই আবারো বাজারে আনছে নাতো ওয়ান প্লাস?
চলুন দেখি কি আছে নতুন স্মার্ট ফোন ওয়ান প্লাস ৫টি(OnePlus5T) তে।
খুব সাম্প্রতিক সময়ের ফোন ওয়ান প্লাস ৫টি (OnePlus5T), ২০১৭ সালের সেরা ধামাকা বলেই মনে হচ্ছে, “ফ্লাগশিপ কিলার” নামটি ঠিকই মানিয়ে যাবে।
যদিও ফোনটি ওয়ান প্লাস ৫ এর পুরোপুরি কপি এবং দামও একই তারপরেও নতুন কিছু চমকও রয়েছে।
দীর্ঘদিন ব্যবহারে ফোনটির পারফর্মেন্স কেমন সেটা আমরা পরে সময়মত আলোচনা করবো, আজ বলবো এর প্রথম ইম্প্রেশন নিয়ে।
স্মার্টফোন প্রেমীদের জন্য বছরের শেষ ভাগে কি ওয়ান প্লাস ৫টি পেরেছে আনন্দ হয়ে আসতে নাকি ৬ এর পথপানে চায়তে হবে চলুন দেখি।
প্রথমেই এর কিছু ভাল দিক এবং খারাপ দিকের দিকে ছোটখাট একটা নজর বুলিয়ে নেয়, তারপর দেখব বিস্তারিত
পজিটিভ দিকঃ
- চমৎকার ডিসপ্লে
- আপডেট ফিচার
- ইম্প্রেসিভ ব্যাটারি লাইফ
নেগেটিভ দিক
- ক্যামেরায় জুম সুবিধা নেই
- ফাস্ট চারজিং এর কথা এখনো জানানো হয়নি
[wp-review id=”6563″]
স্পেসিফিকেশন
এবার একটু নজর বুলিয়ে নেই স্পেসিফিকেশনের দিকে
- ডিসপ্লেঃ ৬ ইঞ্চি অপ্টিক এমুলেড, ২১৬০*১০৮০ রেজুলেশন
- প্রসেসরঃ অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫
- র্যাম এবং ইন্টারনাল স্টোরেজঃ ৮জিবি (স্টোরেজ ১২৮ জিবি) এবং ৬ জিবি (স্টোরেজ ৬৪ জিবি)
- ক্যামেরাঃ ফ্রন্ট ১৬ মেগাপিক্সেল, ব্যাক ১৬+২০ মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৩৩০০ এমএএইচ, নন রিমুভেবল
- সফটওয়্যারঃ অ্যান্ড্রয়েড 7.1.1 (নুগাট)
- ডাইমেনশন এবং ওজনঃ ১৫৬.১*৭৫*৭.৩ মিলি মিটার এবং ১৬২ গ্রাম
বাংলাদেশে ওয়ান প্লাস ৫টি এর দাম
ওয়ান প্লাস ৫টি তার পূর্বসূরি ওয়ান প্লাস ৫ এর দামেই বাজারে এশেছে, সুতরাং সেই অনুপাতে বাংলাদেশে ৬৪ জিবি ভার্সনের দাম পড়তে পারে প্রায় ৪৩,০০০ টাকা এবং ১২৮ জিবি ভার্সনের ৪৭,০০০ টাকা। সবকিছু বিবেচনায় নিয়ে দাম যে খুব বেশি নয় সেটা বলতেই হয়।
আনবক্সিং ওয়ান প্লাস ৫টি
আনবক্সের পর প্রথমেই রয়েছে ওয়ান প্লাস ৫টি স্মার্ট ফোন, তার নিচেই আছে একটি লাল রঙের হেডফোন এবং বেশ বড় সাইজের ২০ ওয়াটের ড্যাশ চারজার, প্রথমবারের মত ওয়ান প্লাস ফোনের সাথে একটি কেস দিচ্ছ সাথে রয়েছে ইন্সট্রাকশন বুক।
যেখানে অনেক কোম্পানিই হেডফোন জ্যাকের পরিবর্তে ইউএসবি টাইপ-সি এর দিকে ঝুঁকে পড়ছে সেখানে ওয়ান প্লাস এখুনো আগের যায়গায় রয়েছে।
ডিজাইন
ওয়ান প্লাস ৫টি যদিও পুরোনো ফোনেরই অনুরুপ তারপরও নতুন বলেই পরিচিত।৬ ইঞ্চির বিশাল ডিসপ্লের ডিজাইন এমন ভাবে করা হয়েছে যে ফ্রন্টের স্ক্রিন অনেক বড় দেখায় এবং স্মার্ট ফোন প্রেমীদের ২০১৭ সালের অন্যতম পছন্দ ছিল এই স্ক্রীন।
অবশ্য এর কারন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিডার ব্যাক সাইডে সরিয়ে নেয়া হয়েছে।
এর বিশাল স্ক্রিনের উপরে-নিচে কিছু কিছু বেযেল দেখতে পাওয়া যায়। ফোনটিকে প্রথম দেখায় বেশ প্রিমিয়াম লুকেরই মনে হয়, তবে চলুন দেখি আর কি আছে এতে মন ভোলানোর মত।
ফোনের বামপাশের উপরে আছে স্লাইডার সুইচ তার ঠিক নিচেই আছে ভলিউম রকার। নিচের দিকে রয়েছে ইউএসবি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, হেডফোন জ্যাক এবং স্পীকার গ্রীল।
ডান দিকে রয়েছে সিম কার্ড স্লট যেখান ডুয়াল ন্যানো সিম ব্যবহার করা যাবে। ব্যাক সাইডে উপরের দিকে ডুয়াল ক্যামেরা আর তার পাশেই আছে ফ্ল্যাশ।
তার নিচে আছে ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং তার নিচে আছে ওয়ানপ্লাসের ব্র্যান্ড লোগো।
ডিসপ্লে
ডীসপ্লের স্ক্রিন অপটিক এমুলেড ফুল এইচডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, ১৬এম কালার এবং ফোনটির এস্পেক্ট রেশিও ১৮:৯ এবং রেজুলেশন ২১৬০*১০৮০ পিক্সেল।
১৫৬.১*৭৫*৭.৩ মিলিমিটার আয়তনের ওয়ান প্লাস ৫টি এর ওজন ১৬২ গ্রাম। এর ফ্রন্টে রয়েছে করনিং গোরিলা গ্লাস, ফ্রেম এবং ব্যাক এলোমিনিয়ামের তৈরি।
ব্যাক পার্টের কিনারা গুলো কিছুটা কার্ভ হওয়ায় ফোনটির হ্যান্ডফিল খুব ভালো হয়েছে। সব মিলিয়ে ওয়ান প্লাস ৫টি পেয়েছে দারুন চমৎকার এবং আকর্ষণীয় লুক।
নিদেনপক্ষে এর আউটলুকের জন্য হলেও ফোনপ্রেমীদের ফোনটির কথা ভাবতেই হবে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
ক্যামেরা
যদিও ওয়ান প্লাস ৫টি এর ক্যামেরা দেখলে প্রাথমিকভাবে মনে হতে যে এখানে কোন পরিবর্তন আনা হয় নি, সাধু সাবধান! এখানে পাচ্ছেন বড়সড় চমক। ১.৬ x অপটিক্যাল টেলিফটো লেন্স এর পরিবর্তে ১*২০ মেগাপিকেল শুটার যার কারনে ব্যবহারকারী বেশি আলোয় ৪ পিক্সেল গ্রুপ ক্যাপচার করতে পারবে
এবং
অপেক্ষাকৃত লো লাইটেও ভালো পারফরমেন্স দিবে। সর্বমোট ৫২ মেগাপক্সেল রয়েছে ক্যামেরায়, ব্যাকে রয়েছে ডুয়াল ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল এবং ২০ মেগাপিক্সেল সাথে আছে ফেজ ডিটেকশন অটোফোকাস, ডুয়াল এলইডি ফ্ল্যাশ।
ফিচারে পাচ্ছেন জিও ট্যাগিং, টাচ ফোকাস, ফেস ডিটেকশন, প্যানারোমা ইত্যাদি। ফ্রন্টে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
অল্প কথায় বলতে গেলে রেগুলার লাইটে ক্যামেরা পারফর্মেন্স বেশ ভালো পক্ষান্তরে লো লাইটে ক্যাপচার খারাপ নয়, তবে ওয়ান প্লাসের কাছে আরো একটু বেশি চাইতে দোষ নেই।
হার্ডওয়ার
ক্যামেরা ছাড়া ওয়ান প্লাস ৫টি এর বডিতে তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেয়। সবকিছুই ওয়ান প্লাস ৫ এর অনুরুপ। একইরকম এলোমিনিয়াম এলোই সেল বডি এবং ৫ এর মতই এন্টেনা লাইন তবে এর বডি সামান্য কিছুটা বড়।
ট্যাক্টেল পাওয়ার বাটন এবং ভলিউম রকারেও কোন স্থান পরিবর্তন নেই।
সফটওয়্যার
এবার কথা বলবো স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, চলুন দেখি ওয়ান প্লাস ৫টি এর সফটওয়্যার কি বলে।
ফোনটির অপারেটিং সিস্টেম হল অক্সিজেন ওএস ভিত্তিক অ্যান্ড্রয়েড 7.1.1 (নুগাট) যদিও ২০১৭ সালের শেষের দিকে অ্যান্ড্রয়েড 8.0 (অরিও) তে আপগ্রেড হবে বলে জানানো হয়েছে।
চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম এমএসএম৮৯৯৮ স্ন্যাপড্রাগন ৮৩৫। চিপসেট দেখে আশা করা যায় পারফর্মেন্স বেশ ভালোই হবে।
নতুন ফিচার
ওয়ান প্লাস ৫টি এর অসাধারণ কিছু ফিচারের মধ্যে একটি হচ্ছে ফেস আনলক ফিচার।
পরীক্ষায় দেখা যায় যে অন্যান্য ডিভাইসের সাথে তুলনা করলে ৫টি এর আনলক ফিচারটি অত্যন্ত দ্রুততার সাথে কাজ করে, এক কথায় সুপার ফাস্ট যেটা খুবি ইম্প্রেশিভ। নিন্দুকেরা প্রশ্ন উঠাতে পারে যে সুপারফাস্ট কাজ করার পাশাপাশি কতটুকু নিরাপত্তা দিতে পারে।
তো সেক্ষেত্রে বেশ কিছু ছবি দিয়ে আনলক করার চেষ্টা করা হলে নিন্দুকদের কাঁচকলা দেখিয়ে লক খুলবে না বলে সাফ জানিয়ে দেয় ফিচারটি।
তবে এরপরও খুঁতখুঁতে কারো যদি এই ফিচারের নিরাপত্তা নিয়ে কোন আপত্তি থাকে তাহলে তার জন্য রয়েছে আরো একটি চমৎকার ফিচার ফিঙ্গারপ্রিন্ট রিডার। ওয়ান প্লাস বলছে এটিও ১-৫ সেকেন্ডের মধ্যেই আপনার হুকুম তামিল করবে।
ওয়ান প্লাস ৫টি এর অন্যতম আকর্ষণীয় ফিচার হল প্যারালাল অ্যাপস। এই অ্যাপস এর কাজ হল ক্লোন তৈরির মাধ্যমে একইসাথে মাল্টিপল একাউন্ট লগ ইন এর সুযোগ করে দেয়া।
প্যারালাল অ্যাপস তাদের জন্য খুব ইউজফুল যারা একসাথে ব্যক্তিগত ও পাবলিক একাউন্ট পরিচালনা করতে চান যেমন ইন্সট্রাগ্রাম এবং স্ন্যাপচ্যাট।
আরো একটি পরিবর্তিত সফটওয়্যার হল আপডেটেড রিডিং এবং গেমিং মোড। এই ফিচার যদিও ওয়ান প্লাস ৫ এ আগেও আমরা দেখেছি কিন্তু দারুন কিছু পারফর্মেন্স উপহার দেয়ার জন্য কোম্পানি এর সাথে বিভিন্ন মাত্রা যোগ করেছে।
রিডিং মোডে ডিভাইসটি সাদাকালো হয়ে যায় এবং টেক্সট উপযোগী ব্যাকগ্রাউন্ড পরিবর্তন সত্যিই প্রশংসার দাবী রাখে।
ব্যাটারি
ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৩৩০০ এমএএইচ নন রিমুভেবল যা আমরা ওয়ান প্লাস ৫ এও দেখেছি। সত্যি বলতে ডিসপ্লের সাইজ এর কথা চিন্তা করে প্রথমে কিছুটা সন্দেহ হয়েছিল ব্যটারি লাইফ নিয়ে কিন্তু টেস্টে দেখা গেল এখানেও ওয়ান প্লাস ৫টি এর জয় হয়েছে, ফোনটি টানা সাড়ে পাঁচ ঘন্টা অন-স্ক্রিন থাকতে পেরেছে।
do you want my sexy nude pics 카지노사이트 and vids? visit my profile or webpage if you’re interested *wink* *wink*
Korey yDdvzcpfVvqIoDvcKf 6 27 2022 propecia generic name The mean standard deviation ages were 27 3
viagra sample cvs sparfloxacin cephalexin monohydrate 500 mg dosage A contract solicitation by the U
What’s Taking place i’m new to this, I stumbled upon this I have discovered It positively useful and it has aided me out loads. I’m hoping to contribute & aid different users like its aided me. Great job.
Ready, set, game! Elevate your play, embrace the challenge, and let the victories roll in. Lodibet
You made some fine points there. I did a search on the subject matter and found nearly all people will consent with your blog.
I like the valuable information you supply on your articles. I’ll bookmark your weblog and take a look at again right here regularly. I’m reasonably certain I’ll be informed a lot of new stuff proper right here! Good luck for the following!
I have not checked in here for some time since I thought it was getting boring, but the last several posts are good quality so I guess I will add you back to my daily bloglist. You deserve it my friend 🙂
You made some respectable factors there. I seemed on the internet for the issue and located most individuals will go together with with your website.
With havin so much content do you ever run into any issues of plagorism or copyright infringement? My website has a lot of exclusive content I’ve either created myself or outsourced but it appears a lot of it is popping it up all over the internet without my authorization. Do you know any solutions to help reduce content from being ripped off? I’d genuinely appreciate it.
You are my breathing in, I own few web logs and occasionally run out from to post : (.
Throughout the grand scheme of things you secure a B- just for effort. Where you actually lost me was in your particulars. You know, people say, the devil is in the details… And it could not be much more true right here. Having said that, permit me reveal to you precisely what did do the job. Your text is definitely really persuasive and this is probably the reason why I am taking an effort in order to opine. I do not make it a regular habit of doing that. Next, although I can see the jumps in logic you make, I am not convinced of just how you appear to unite your details which in turn help to make the conclusion. For right now I shall yield to your point however wish in the future you connect your dots better.
Currently it sounds like BlogEngine is the top blogging platform out there right now. (from what I’ve read) Is that what you are using on your blog?
Wow! Thank you! I constantly wanted to write on my site something like that. Can I include a fragment of your post to my website?
Thank you for sharing excellent informations. Your website is very cool. I’m impressed by the details that you have on this site. It reveals how nicely you understand this subject. Bookmarked this website page, will come back for extra articles. You, my friend, ROCK! I found simply the information I already searched all over the place and just could not come across. What a perfect website.
I do agree with all of the ideas you have presented in your post. They are really convincing and will certainly work. Still, the posts are too short for novices. Could you please extend them a bit from next time? Thanks for the post.
Wow! This could be one particular of the most helpful blogs We’ve ever arrive across on this subject. Basically Great. I am also a specialist in this topic therefore I can understand your effort.
I will right away grasp your rss feed as I can not find your e-mail subscription hyperlink or newsletter service. Do you have any? Kindly let me recognise in order that I could subscribe. Thanks.
I will immediately seize your rss feed as I can’t in finding your e-mail subscription link or newsletter service. Do you’ve any? Kindly permit me recognize in order that I could subscribe. Thanks.
Hi there, You’ve done a fantastic job. I’ll definitely digg it and personally recommend to my friends. I am confident they will be benefited from this website.
Hey very nice website!! Man .. Beautiful .. Amazing .. I will bookmark your website and take the feeds also…I am happy to find numerous useful info here in the post, we need work out more strategies in this regard, thanks for sharing. . . . . .
I am continuously looking online for ideas that can facilitate me. Thx!
Thank you for some other great article. The place else could anyone get that type of information in such an ideal approach of writing? I’ve a presentation next week, and I’m at the look for such info.
I truly enjoy examining on this site, it has got fantastic content. “One should die proudly when it is no longer possible to live proudly.” by Friedrich Wilhelm Nietzsche.
ProvaDent is an all-natural, safe-to-take advanced oral probiotic complex that supports great dental health.
Hiya! I know this is kinda off topic nevertheless I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog article or vice-versa? My blog discusses a lot of the same subjects as yours and I think we could greatly benefit from each other. If you might be interested feel free to shoot me an e-mail. I look forward to hearing from you! Great blog by the way!
naturally like your website but you have to take a look at the spelling on quite a few of your posts. Several of them are rife with spelling issues and I to find it very bothersome to inform the truth however I¦ll certainly come again again.
What i don’t understood is in fact how you’re not really much more smartly-preferred than you may be right now. You are very intelligent. You realize thus considerably in the case of this matter, produced me in my view believe it from a lot of various angles. Its like women and men aren’t involved until it is something to accomplish with Lady gaga! Your individual stuffs great. All the time deal with it up!
Nice post. I learn something more challenging on different blogs everyday. It will always be stimulating to read content from other writers and practice a little something from their store. I’d prefer to use some with the content on my blog whether you don’t mind. Natually I’ll give you a link on your web blog. Thanks for sharing.
Very interesting details you have noted, regards for putting up.
What Is Sumatra Slim Belly Tonic? Sumatra Slim Belly Tonic is a weight management formula that is said to eliminate excess body fat naturally.
What Is Sumatra Slim Belly Tonic? Sumatra Slim Belly Tonic is a weight loss supplement that targets the root cause of weight gain issues.
Wow! Thank you! I continuously wanted to write on my blog something like that. Can I take a portion of your post to my blog?
After examine a couple of of the weblog posts in your website now, and I truly like your means of blogging. I bookmarked it to my bookmark web site listing and will probably be checking again soon. Pls take a look at my web page as well and let me know what you think.
buy cialis online canadian pharmacy The reaction of the other people was real
What Is FitSpresso? FitSpresso is a natural weight loss supplement that alters the biological cycle of the body to burn more calories and attain a slim and healthy body
I would like to thnkx for the efforts you have put in writing this blog. I am hoping the same high-grade blog post from you in the upcoming as well. In fact your creative writing abilities has inspired me to get my own blog now. Really the blogging is spreading its wings quickly. Your write up is a good example of it.
Thank you for sharing superb informations. Your web-site is very cool. I’m impressed by the details that you’ve on this website. It reveals how nicely you understand this subject. Bookmarked this web page, will come back for more articles. You, my friend, ROCK! I found just the information I already searched everywhere and just could not come across. What an ideal website.
Hey, you used to write fantastic, but the last several posts have been kinda boring… I miss your super writings. Past several posts are just a little out of track! come on!
I cling on to listening to the rumor speak about receiving boundless online grant applications so I have been looking around for the top site to get one. Could you advise me please, where could i get some?
Ironically, it now appears that one of the merits of this entire process may have been the fact that I did not have a choice being in the military, I was simply ordered to go and I did buy cheap generic cialis online
There is noticeably a bundle to know about this. I assume you made certain nice points in features also.
One such software that has been generating buzz these days is the Lottery Defeater
magnificent points altogether, you simply gained a new reader. What would you suggest about your post that you made a few days ago? Any positive?
Hmm it seems like your website ate my first comment (it was super long) so I guess I’ll just sum it up what I had written and say, I’m thoroughly enjoying your blog. I too am an aspiring blog writer but I’m still new to the whole thing. Do you have any tips and hints for novice blog writers? I’d really appreciate it.
It’s actually a cool and helpful piece of information. I’m satisfied that you just shared this useful info with us. Please keep us up to date like this. Thank you for sharing.
It’s really a cool and useful piece of information. I’m satisfied that you simply shared this useful information with us. Please keep us up to date like this. Thank you for sharing.
Some really nice stuff on this website , I love it.
There are some fascinating time limits on this article but I don’t know if I see all of them middle to heart. There is some validity but I will take hold opinion until I look into it further. Good article , thanks and we want extra! Added to FeedBurner as nicely
It is perfect time to make some plans for the future and it is time to be happy. I’ve read this submit and if I may I desire to counsel you some attention-grabbing issues or advice. Perhaps you could write subsequent articles regarding this article. I wish to read even more things approximately it!
Some genuinely nice and useful information on this internet site, too I think the style holds wonderful features.
I was suggested this blog by my cousin. I’m not sure whether this post is written by him as nobody else know such detailed about my difficulty. You are incredible! Thanks!
What does the Lottery Defeater Software offer? The Lottery Defeater Software is a unique predictive tool crafted to empower individuals seeking to boost their chances of winning the lottery.
fantastic post, very informative. I wonder why the other specialists of this sector do not notice this. You must continue your writing. I am sure, you’ve a huge readers’ base already!
Those are yours alright! . We at least need to get these people stealing images to start blogging! They probably just did a image search and grabbed them. They look good though!
I haven?¦t checked in here for a while because I thought it was getting boring, but the last several posts are great quality so I guess I?¦ll add you back to my daily bloglist. You deserve it my friend 🙂
Great tremendous issues here. I am very glad to see your article. Thank you so much and i’m taking a look ahead to contact you. Will you kindly drop me a mail?
Virtually all of whatever you assert is supprisingly precise and that makes me wonder why I hadn’t looked at this with this light previously. This piece really did turn the light on for me personally as far as this particular topic goes. But there is one position I am not necessarily too comfortable with so while I attempt to reconcile that with the actual main idea of your position, allow me observe exactly what the rest of the readers have to point out.Very well done.
Good info. Lucky me I reach on your website by accident, I bookmarked it.
What Is Kerassentials? Kerassentials is a doctor-formulated oil for healthy skin and nails.
What Is LeanBiome? LeanBiome is a natural dietary supplement that promotes healthy weight loss.
Very interesting subject , regards for putting up.
Can I just say what a relief to find someone who actually knows what theyre talking about on the internet. You definitely know how to bring an issue to light and make it important. More people need to read this and understand this side of the story. I cant believe youre not more popular because you definitely have the gift.
Some truly superb info , Gladiola I found this. “The language of friendship is not words but meanings.” by Henry David Thoreau.
Glad to be one of many visitors on this awesome internet site : D.
I would like to thnkx for the efforts you have put in writing this blog. I am hoping the same high-grade blog post from you in the upcoming as well. In fact your creative writing abilities has inspired me to get my own blog now. Really the blogging is spreading its wings quickly. Your write up is a good example of it.
I believe you have mentioned some very interesting points, regards for the post.
Terrific work! That is the kind of information that are supposed to be shared across the internet. Shame on Google for no longer positioning this submit higher! Come on over and consult with my website . Thank you =)
Hi! Do you use Twitter? I’d like to follow you if that would be okay. I’m undoubtedly enjoying your blog and look forward to new updates.
But a smiling visitor here to share the love (:, btw great layout. “Everything should be made as simple as possible, but not one bit simpler.” by Albert Einstein.
I am constantly thought about this, thankyou for posting.
I really enjoy reading through on this web site, it has got fantastic posts. “It is easy to be nice, even to an enemy – from lack of character.” by Dag Hammarskjld.
You are my intake, I possess few web logs and rarely run out from to post : (.
Great web site. Lots of useful information here. I?¦m sending it to several buddies ans also sharing in delicious. And obviously, thanks on your effort!
bewin1688 Do you want extar money?
You are a very clever person!
Very interesting information!Perfect just what I was looking for!
Only a smiling visitant here to share the love (:, btw great layout. “Justice is always violent to the party offending, for every man is innocent in his own eyes.” by Daniel Defoe.
This is my third cycle of a PH pastillas priligy en mexico Hepatotoxic reactions may be more common in slow acetylators, who also have an increased susceptibility to phenytoin toxicity
Your article helped me a lot, is there any more related content? Thanks!