স্যামসাং গ্যালাক্সি এ সেভেন ২০১৭ (Samsung Galaxy A7) রিভিউ

স্যামসাং গ্যালাক্সি এ সেভেন ২০১৭ (Samsung Galaxy A7 2017)  এর আকর্ষণীয় একটি স্টাইলিশ স্মার্টফোন । যদিও অন্যান্য সকল স্মার্টফোন এর সাথে তুলনা করলে এর হার্ডওয়্যার স্পেসিফিকেশন খুব বেশি একটা এগিয়ে নেই।

স্যামসাং গ্যালাক্সি এ সেভেন বর্তমান সময়ের স্যামসাং এর সকল মিড রেঞ্জের অর্থাৎ মাঝামাঝি দামের মোবাইল ফোনের মাঝে সবচাইতে সেরা হিসেবেই  আলোচিত হয়েছে ।

স্যামসাং গ্যালাক্সি এ সেভেন ২০১৭ (1)

প্রথমেই এর ডিজাইন সম্পর্কে বললে , এটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটই লুক এর একটি স্মার্টফোন । এর প্রতিযোগী হিসেবে আপনি ওয়ান প্লাস ৩ কে চিন্তা করতে পারেন তবে, স্যামসাং যদিও প্রতিযোগিতা করার মত কোন ফোন নয় আর বিশেষ করে ওয়ান প্লাস এর সাথে তো অবশ্যই না ।

স্যামসাং গ্যালাক্সি এ সেভেন কমপ্যাক্ট সাইজের স্লিক মডেল আকর্ষণীয় লুক এর ফোন  এবং এর ডিসপ্লে যথেস্ট বড় আপনাকে ভিডিও দেখা কিংবা গেম খেলার সম্পূর্ণ মজা দেবার জন্য ।

এর ডিসপ্লে সম্পূর্ণ এইচডি কোয়ালিটির এবং অতি উজ্জ্বল আলো কিংবা স্বল্প আলো সকল ক্ষেত্রেই খুব ভালো কাজ করে থাকে । চলুন এক নজরে দেখে নেই  কিছু ফিচার এবং স্পেসিফিকেশন।

 

ভালো দিকঃ

ভালো ব্যাটারি লাইফ

পানি এবং বালু নিরোধক

আকর্ষণীয় ডিজাইন

অসাধারন ডিসপ্লে


খারাপ দিকঃ

এর হার্ডওয়্যার স্পেসিফিকেশন খুব বেশি একটা এগিয়ে নেই  কিন্তু, দাম বেশী

এর ডিসপ্লে সাইজ ৫.৭ ইঞ্চি, বড় হাতের জন্য , তাই ছোট হাতের জন্য  grabbing  সমস্যা।

 

Review Rating

[wp-review id=”4708″]

 

স্যামসাং গ্যালাক্সি সেভেন ২০১৭ এর ফিচার ও স্পেসিফিকেশনঃ

 

স্যামসাং গ্যালাক্সি সেভেন Samsung Galaxy A7 ২০১৭ এর ফিচারঃ

  • ন্যানো সিম সাপোর্ট
  • সুপার এমোলেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন
  • করনিং গরিলা গ্লাস ফোর
  • এন্ড্রয়েড মার্শম্যালো
  • ৩২ গিগাবাইট স্টোরেজ
  • ৩ গিগাবাইট র‍্যাম
  • আকর্ষণীয় নতুন কালার
  • ২৩ ঘন্টা টকটাইম
  • ৫৯ ঘন্টা মিউজিক প্লে

 

স্যামসাং গ্যালাক্সি সেভেন Samsung Galaxy A7 ২০১৭ এর স্পেসিফিকেশনঃ

স্যামসাং গ্যালাক্সি এ সেভেন-2017

  • ১৯২০x১০৮০ পিক্সেল ডিসপ্লে রেজুলেশন
  • ১৬ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা
  • ১৬ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা
  • ৫.৭” ইঞ্চি ডিসপ্লে সাইজ
  • ৩৬০০ মিলিএম্পিয়ার ব্যাটারি

 

স্যামসাং গ্যালাক্সি সেভেন Samsung Galaxy A7 এর দামঃ

স্যামসাং গ্যালাক্সি এ সেভেন এর দাম বাংলাদেশে ৪৪,৯০০ টাকা  ।

 

স্যামসাং গ্যালাক্সি সেভেন  ডিজাইন রিভিউঃ

গ্যালাক্সি এ সিরিজ এর সকল ফনের ডিজাইন রোবাস্ট মেটাল এবং কার্ভড গ্লাস দ্বারা বানানো এবং দেখতে অনেকটাই গ্যালাক্সি এস সেভেন এর মতো । স্যামসাং এর এই ডিভাইসটি ১৮৬ গ্রামের ওজন সম্পন্ন ।

এর ডিসপ্লে সাইজ ৫.৭ ইঞ্চি , যারা একটু বড় ডিসপ্লের মোবাইল খুঁজছেন আশা করি তাঁদের জন্য পারফেক্ট । ফ্রন্ট ডিসপ্লে প্যানের সম্পূর্ণ করনিং গরিলা গ্লাস ৪ প্রোটেকশন সম্পন্ন ।

স্যামসাং গ্যালাক্সি এ সেভেন ২০১৭

হেডফোন জ্যাক আছে নিচের দিকে এবং উপরের দিকে পাবেন হাইব্রিড ডুয়েল সিম স্লট ।

 

স্যামসাং গ্যালাক্সি সেভেন  ডিসপ্লে রিভিউঃ

নতুন এই স্যামসাং গ্যালাক্সি এস সেভেন এর মাঝে রয়েছে অলয়েজ অন ডিসপ্লে ফিচার। এই ফিচারটি সম্পুর্ন নতুন একটি ফিচার । এই ফিচার এর মাধ্যমে আপনি তারিখ , সময় , ব্যাটারি পারসেন্টেজ  ডিসপ্লে করতে পারবেন ।

৫.৭” ইঞ্চি সুপার এমোলেড ফুল এইচডি ডিসপ্লেও এর একটি আকর্ষণীয় ফিচার । ডিসপ্লের ভিউ এঙ্গেল ভালো এবং কালার পপ অসাধারণ ।

বাইরে  রোদের  আলোর মাঝেও ব্রাইট ডিসপ্লে থাকে যা স্পস্ট বোঝা যায় ।

 

 

স্যামসাং গ্যালাক্সি সেভেন  পারফর্মেন্স রিভিউঃ

 

গ্যালাক্সি এ ৭ ৬৪ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সাপোর্ট দিতে সক্ষম । এবং এর ইন্টারনাল স্টোরেজ ৩২ গিগাবাইট ।  নতুন ৩৬০০ মিলিআম্পিয়ার ব্যাটারি পাওয়ার । এবং ৩ গিগাবাইট সুপার ফাস্ট র‍্যাম আপনাকে যেকোন কাজে দিবে ল্যাগিং লেস ফাস্ট স্পীড ।

এছাড়াও মাল্টিপল কাজের ক্ষেত্রেও স্পীড থাকবে ফাস্ট ।

গেম খেলার প্রসঙ্গে বলি আপনি অনায়াসেই অ্যাস্প্যাল্ট নিট্রো গেম খেলতে পারেন কোন রকম ফোন ওভারহিট হওয়া  ছারাই । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও অসাধারণ ।

এছাড়া এর মাঝে থাকা ওএস এর ভার্সন আপগ্রেড করে কিটক্যাট থেকে মার্শম্যালো করা হয়েছে । স্যামসাং এর এই ফোনের মাঝে মাইক্রোসফট এর অনেক এপস ব্যাবহারের সুবিধাও রয়েছে ।

রয়েছে এস বাইক মুড সকল বাইকারদের জন্য । আপনি এর হোম বাটনে দুইবার  প্রেস করলেই ক্যামেরা অন হবে । ডিরেক্ট কল ফাংশন ফিচারটিও অসাধারণ ।

স্যামসাং গ্যালাক্সি এ সেভেন ২০১৭-camera ব্যাটারি

ব্যাটারি রয়েছে নতুন ৩৬০০ মিলি অ্যাম্পিয়ার , যা এই সময়ে সকল মিড রেঞ্জ ফোনের সাথে পাল্লা দেবার মতো । ব্যাটারি এর ব্যাকআপ ক্ষমতাও অসাধারণ । রয়েছে কোয়ালকম কুইক চার্জ ফিচার ।

 

স্যামসাং গ্যালাক্সি সেভেন ক্যামেরা রিভিউঃ

 

গ্যালাক্সি এ ৭ এর মাঝে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা যার ফিচার হিসেবে রয়েছে অটোফোকাস এবং এলইডি ফ্ল্যাশ । এর ফ্রন্ট এবং ব্যাক উভয় পাশেই ক্যামেরা রেজুলেশন ১৬ মেগাপিক্সেল । ক্যামেরা পারফর্মেন্সও অসাধারণ ।

 

স্যামসাং গ্যালাক্সি সেভেন Samsung Galaxy A7  সম্পর্কে মতামতঃ

 

আমার মতে মিড রেঞ্জের সকল ফোনের মাঝে থেকে আপনি পারফর্মেন্স অনুযায়ী ফোনটি বেছে নিতে পারেন । কারন এর নতুন আপগ্রেড ভার্সন সত্যি স্যামসাং গ্যালাক্সি এ ৭ কে অন্যাপর্যায়ে নিয়ে গিয়েছে ।

এর ডিসপ্লে কোয়ালিটি এবং কাজের পার্ফরমেন্স ভালো লাগার মতো । আপনি ইচ্ছে করলেই এই বাজেটের ভেতর স্যামসাং গ্যালাক্সি এ ৭ কে আপনার ফোন হিসেবে যাচাই করে দেখতে পারেন ।

স্যামসাং গ্যালাক্সি সি-৯ প্রো (Samsung Galaxy C-9 Pro) রিভিউ

স্যামসাং মোবাইল এর দাম ২০১৭ – Product Review BD

স্যামসাং গ্যালাক্সি জে৫ রিভিউ – Product Review BD

স্যামসাং জে২ ২০১৬

স্যামসাং জে২ ২০১৬/ – Product Review BD

স্যামসাং মোবাইল চেনার উপায়

স্যামসাং গ্যালাক্সি জে১ ২০১৬ ( samsung Galaxy J1 2016)/

বেশ কয়েক দিক থেকে চমক দেখিয়েছে স্যামসাং গ্যালাক্সি জে৭ প্রাইম। চমৎকার এই স্মার্ট ফোনটির দাম তুলনামূলকভাবে কম।১৩ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি জে৭।

স্যামসাং গ্যালাক্সি সেভেন ২০১৭ এর স্পেসিফিকেশনঃ

Network & Platforms

SIM Card Support : Dual
Network Band : GSM
GSM 2G Bands : GSM 850, GSM 900, GSM 1800, GSM 1900
GSM 3G Bands : HSDPA 850, HSDPA 900, HSDPA 1900, HSDPA 2100
GSM 4G Bands : LTE 2100, LTE 800, LTE 1800, LTE 850, LTE 1700, LTE 900, LTE 1900, LTE 2300, LTE 2500
Operating System : Android
OS Version : Android 6.0 (Marshmallow)
Chipset : Exynos, 7880
Processor : Octa Core Processor
Processor Speed : 1.9 GHz
GPU : Mali T830

Memory

Internal Memory : 32 GB
RAM Size : 3 GB
Memory Card Slot : MicroSD
Memory Support : Up to 256 GB

Body & Design

Form Factor : Full touch Bar
Dimensions : 157 x 78 x 7 mm, Exactly 156.8 x 77.6 x 7.9 mm
Slim/Thin : 7 mm, (7.9 mm Thin)
Weight : 144g, (Unofficial)
Sensors : Proximity Sensor, Accelerometer, Compass, Ambient Light, Barometer, Fingerprint, Hall Effect, RGB Light Sensor
Torch Light : Yes
Dedicated Keys : Volume, Power, Fingerprint Key
Device Security : Device Password Lock, Device Pattern Lock, Slide Lock, PIN code Lock, Fingerprint Unlock

Screen & Display

Display Type : Super AMOLED capacitive touchscreen
Screen Protection : Corning Gorilla Glass, 2.5D Curved Glass
Display : 16.7M Colors
Pixel density range : 301 to 400 ppi, (~386 ppi Pixel Density)
Screen Size : 1080 x 1920 pixels
Display Size : 5.7 Inch
Screen To Body Ratio : 71 to 80 Percent, (~73.56% screen-to-body-ratio)
Multi Touch Support : Yes

Call Management

Voice Recognition : Yes
Phonebook Memory : Unlimited
Ringtone or Alert Type : Vibration, MP3 ringtones, WAV

Camera & Features

Primary Camera : 16 MP, 4608 x 3456 Pixels
Camera Flash LED : Yes
Front Camera : 16 MP
Front Camera Flash : Yes, (Display Flash)
Geo-Tagging : Yes
Hd Video-Recording : With 1080p
3G or Video Call : Yes
Camera Zoom : Digital Zoom
TV Output : With Wireless Connection
Video Quality : 1080p 30 FPS
Panorama : Yes
Camera Features : Autofocus, PDAF Sensor, Gesture Shot, Voice Capture, Face Beauty, HDR, Smile detection, Face Detection, Self timer, Touch focus, Low Light Mode, OIS Sensor,F1.9 Aperture

Multimedia (Audio / Video)

Loudspeaker : Yes
Audio Format : WAV, AAC+, OGG, FLAC, MIDI, WMA, M4A, MP3, AMR, AAC, eAAC+
Video Format : 3GP, ASF, M4V, H.264, MKV, DivX, AVI, xVID, WMV, FLV, MP4, H.265
3.5mm Headphone Jack : Yes
FM Radio : Yes

Data Connectivity & Internet

GPRS : With GPRS
EDGE : With EDGE
Data Speed : HSPA plus, LTE
Browser Name : Google Chrome Browser
Browsing Support : HTML, HTML5
WiFi Support : Wi-Fi 802.11 a/b/g/n/ac, WiFi Direct, Dual Band
Hot Spot : Yes
Map Support : Google Maps
Bluetooth Support : Bluetooth 4.2, With ANT+
USB-Support : Type-C USB
PC-Sync Support : Yes
NFC (Near Field Communication) : Yes

Application Support

Office Tool Support : Document Editor
inbuilt applications : Calculator, Notes, To-do list, Google Apps, Smart Manager, Samsung Pay, Samsung Knox

Communication & Tracking

Messaging : SMS, MMS, Email, Push Mail, IM, Hangouts
GPS Tracking : with A-GPS support, GLONASS

Battery & Power Usage

Battery Model : Li-Po 3600 mAh
Quick Charge : Yes
Wireless Charging : No
Stand-by Time : 380 Hrs, (Unofficial)
Talk Time : 18 Hrs, (Unofficial)
Music Playback : Up to 48 Hrs
Video Playback : Up to 9 Hrs

Other Features

Dual Sim(Dual Standby)
Premium Metal Body Design
3D Glass Finish Back
Ultra Power Saving Mode
IP68 Water & Dust Resistant
S-Voice, Samsung Cloud
Ultra Data Saving Mode
Rounded Edges

Box Contains

Samsung Galaxy A7 (2017) Handset
Battery 3600 mAh
Charger
Type-C USB Data Cable
3.5mm Headset
User Guide
Warranty Card
Summary
স্যামসাং গ্যালাক্সি এ সেভেন (Samsung Galaxy A7) রিভিউ
Article Name
স্যামসাং গ্যালাক্সি এ সেভেন (Samsung Galaxy A7) রিভিউ
Description
স্যামসাং গ্যালাক্সি এ সেভেন ২০১৭ (Samsung Galaxy A7 2017) এর আকর্ষণীয় একটি স্টাইলিশ স্মার্টফোন । যদিও অন্যান্য সকল স্মার্টফোন এর সাথে তুলনা করলে এর হার্ডওয়্যার স্পেসিফিকেশন খুব বেশি একটা এগিয়ে নেই। স্যামসাং গ্যালাক্সি এ সেভেন বর্তমান সময়ের স্যামসাং এর সকল মিড রেঞ্জের অর্থাৎ মাঝামাঝি দামের মোবাইল ফোনের মাঝে সবচাইতে সেরা হিসেবেই আলোচিত হয়েছে ।
Author
Publisher Name
http://productreviewbd.com/

Join the discussion

26 thoughts on “স্যামসাং গ্যালাক্সি এ সেভেন ২০১৭ (Samsung Galaxy A7) রিভিউ

  1. Good – I should certainly pronounce, impressed with your website. I had no trouble navigating through all tabs as well as related info ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it at all. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or anything, web site theme . a tones way for your client to communicate. Nice task.

  2. hello there and thank you for your info – I have definitely picked up anything new from right here. I did alternatively experience some technical points using this site, as I experienced to reload the web site a lot of instances prior to I could get it to load correctly. I were pondering if your hosting is OK? Now not that I am complaining, but sluggish loading cases times will sometimes affect your placement in google and could injury your high-quality rating if advertising and ***********|advertising|advertising|advertising and *********** with Adwords. Well I am adding this RSS to my e-mail and can look out for much more of your respective intriguing content. Ensure that you replace this once more very soon..

  3. Greetings from Carolina! I’m bored to death at work so I decided to browse your site on my iphone during lunch break. I really like the knowledge you present here and can’t wait to take a look when I get home. I’m amazed at how fast your blog loaded on my phone .. I’m not even using WIFI, just 3G .. Anyhow, good site!

  4. You really make it appear so easy along with your presentation however I in finding this matter to be really one thing which I believe I would by no means understand. It sort of feels too complicated and very huge for me. I’m having a look ahead for your subsequent publish, I will attempt to get the hang of it!

  5. Does your site have a contact page? I’m having problems locating it but, I’d like to shoot you an e-mail. I’ve got some ideas for your blog you might be interested in hearing. Either way, great blog and I look forward to seeing it expand over time.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।