বাইক চালকদের জন্য এক্সপার্টদের ১০ টি নিরাপত্তা টিপস

বাইক চালকদের জন্য এক্সপার্টদের ১০ টি  নিরাপত্তা টিপস

বাইক চালকদের জন্য এক্সপার্টদের ১০ টি  নিরাপত্তা টিপস নিয়ে আজকে আমরা আলোচনা করব।মোটর সাইকেল চালানো একটা ফান। কিন্তু গাড়ীর তুলনায় এটা একটু বেশী বিপদজনক। পরিসংখ্যান থেকে দেখা যায় যে, গাড়ীতে দুর্ঘটনার জন্য যত মানুষ মারা যায় মোটর সাইকেল দুর্ঘটনায় তার চেয়ে ৩০ গুন বেশী মানুষ মারা যায়।

%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc

আর এইসব দুর্ঘটনার মধ্যে ৫০% মৃত্যু হল শুধুমাত্র সিঙ্গেল বাইক এক্সিডেন্ট

এই সংখ্যা যারা পুরাতন চালক তাদের জন্য আরও ভয়াবহ। যারা অনেকদিন পর আবার মোটর সাইকেল চালানো শুরু করেছে। এর কারণগুলির মধ্যে আছে ধীর গতির রিফ্লেক্স, দুর্বল দৃষ্টি  শক্তি, নাজুক হাড় ও অন্যান্য অসুবিধা যা সাধারণত ৫০ বছর বয়সের পর হয়ে থাকে।

আর দেখা গেছে যে, অল্প বয়স্ক চালকদের তুলনায় ৫০ বছরের উপর বয়সী চালকদের দুর্ঘটনার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ৩ গুন বেশী।

%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b

তবে এমনও অনেক আছে, যারা জীবন ভরে কোন বাইক এক্সিডেন্ট ছাড়াই মোটর বাইক চালিয়েছেন। আপনার বাইক  দুর্ঘটনা এড়ানোর সবচেয়ে ভাল উপায় হল রিস্ক এড়িয়ে চলা ।

বাইক চালকদের জন্য এক্সপার্টদের ১০ টি  নিরাপত্তা টিপস

এমন গাড়ি কিনবেন না যা আপনি হ্যান্ডেল করতে পারবেন না-

আপনি যদি অনেক দিন মোটর সাইকেল না চালান তাহলে এখন যেসব মটর সাইকেল বাজারে এসেছে সেগুলির পারফরম্যান্স দেখে আপনি অবাক হবেন। এখনকার মোটর বাইকগুলি অনেক দ্রুত গতিসম্পন্ন ৫ বা ৭ বছর আগের বাইকের তুলনায়।

মোটরসাইকেল নির্বাচন করবেন কীভাবে: নতুন চালকদের মোটরসাইকেল নির্বাচন click to read

বাইক কেনার আগে মনে রাখুন, যেটা আপনার জন্য ফিট সেটাই কিনবেন।যখন বসবেন দেখুন সহজেই আপনি আপনার পায়ের পাতা মাটিতে সমানভাবে রাখতে পারেন কিনা। হ্যান্ডেলবার ও কন্ট্রোল আপনার আওতার মধ্যে আছে কিনা।

এমন মডেল পছন্দ করুন যেটা থেকে আপনি সহজেই ওঠা নামা করতে পারেন আর আপনার কাছে খুব ভারী না মনে না হয়। শুরুর জন্য ১০০ সিসির ইঞ্জিন ভাল ।

বাংলাদেশে জনপ্রিয় ১০ টি ১০০ সিসি মোটর বাইক

কেনার আগে এর নির্ভরতা ও অন্যান্য গ্রাহকের কতটা ভাল লেগেছে সেই রিপোর্ট দেখে নিন।

একটি এন্টিলক ব্রেক কিনুন

এখন অনেক মডেলের এন্টিলক পাওয়া যায়। এটা পরীক্ষিত ভাবে জীবন সুরক্ষা করে।  গবেষণায় দেখা গেছে যে, যেসব মটর সাইকেল এন্টিলক ব্রেক থাকে এগুলির কোন দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার সম্বাবনা ৩৭% কম।

তা , সে আপনি যেরকম চালক ই হোন না কেন।  এন্টিলক ব্রেক সব সময় চালকের চেয়ে ভাল ব্রেক করতে সক্ষম।

কারনটা খুব সাধারন। ব্রেক লক করা কোন এমেজেন্সি অবস্থায় চালক স্টিয়ারিং কন্ট্রোল করতে পারেনা। যাতে সহজেই দুর্ঘটনা ঘটে। এর ফলে চালকের জীবনও হুমকির মুখে পড়ে। এন্টিলক কোন এমারজেন্সি মুহূর্তে আপনাকে স্টিয়ারিং কন্ট্রোল করতে সাহায্য করবে।

আর স্লিপারি অবস্থায় এটা বেশী কার্যকরী আপনার জন্য।

এখন অনেক হাই-এন্ড মডেলে এই ফিচারটি থাকে। বাইক কেনার আগে,আপনার নিরাপত্তার জন্য এটি একটি ভাল বিনিয়োগ।

আপনার বাইক চালানোর স্কিল বাড়ান

অনেক ভাল ও পুরাতন চালকেরাই আপনাকে পরামর্শ দেবে যে বাইক চালানো শুরুর আগে ভালোভাবে বাইক চালানো শিখা প্রাকটিস করুন। কোন ইন্সটিটিউট থেকে কিভাবে বাইক চালাতে হয় শিখুন।

তাতে টাকা খরচ হলেও আপনি ভালভাবে ও অনেক এডভান্স টেকনিক এবং বাইক চালানোর কৌশল শিখতে পারবেন।

মাথাকে সুরক্ষিত রাখুন

helmet-productreviewbd

বাইকে হেলমেট একটি আবেগঘন বিষয় কিছু বাইক চালকের জন্য। কিন্তু সত্যি জানলে আপনি সত্যি রিস্ক অনুভব করবেন। যেসব  চালক হেলমেট ব্যবহার করেন না তাদের দুর্ঘটনা ঘটলে ৪০% বেশী সম্ভাবনা থাকে মাথায় খুব বেশী আঘাত পাওয়ার।

আর ৩ গুন বেশী সম্ভাবনা থাকে ব্রেইন ইঞ্জুরি হওয়ার আর এই তুলনাটা যারা হেলমেট ব্যবহার করেন তাদের সাথে।

হেলমেট আইন মেনে না চললে ব্রেইন আর পাজরের প্রতি অনেক ট্রমা হবে। এই দুর্ঘটনা হেলমেট ঠেকাতে পারে।

ট্রান্সপোর্ট  ডিপার্টমেন্ট থেকে অনুমোদনকৃত মুখ ঢাকা হেলমেটই সবচেয়ে ভাল। আজকালকার হেলমেটগুলি অনেক মজবুত, হালকা আর আরামদায়ক। আর এগুলি বাতাসের শব্দ কমিয়ে ফেলে।

মনে রাখবেন, সময়ের সাথে সাথে হেলমেট পুরানো হয় তাই দেখতে ভাল হলেই মনে করবেন না যে এটি ঠিক আছে।

হেলমেট টেস্টিং  অরগানাইজেশান এবং অভিজ্ঞরা সুপারিশ করেন যে, প্রতি ৫ বছর পর পর বা এটি নস্ট হয়ে গেলেই  হেলমেট পরিবর্তন করতে হবে।

চুলের তেল বা অন্যান্য কারনে হেলমেট নষ্ট হয়ে যাওয়া থেকে যাতে হেলমেট নস্ট না হয় এজন্য  আজকাল হেলমেটের ডিজাইন ও ম্যাটেরিয়াল দুটোই পরিবর্তিত হয়েছে।

সঠিক পোশাক পরিধান করুন

jacket-productreviewbd

জিন্স, টি শার্ট আর স্যান্ডেল হল বাইক দুর্ঘটনার প্রথম রেসিপি। তাই রাস্তার ধুলা, ঠাণ্ডা বাতাস, রোড রাশ সবকিছু থেকে প্রতিরক্ষার জন্য দরকার সঠিক পোশাক। সরবোচ্চ প্রতিরক্ষার জন্য লেদার জ্যাকেট , গ্লভস, ফুল প্যান্ট , আংকেল ঢাকা জুতা, এমনকি গরম কালেও আপনি এই পোশাক পড়বেন।

gloves-productreviewbd

মোটর বাইক চালানোর সময় আপনার কি কি পরিধান করা উচিৎ Click to read

বিশেষভাবে ডিজাইন করা জ্যাকেটে রয়েছে নরম আরামদায়ক প্যাড আর ভেন্টিলেশান রয়েছে গরমে বাতাস আশা যাওয়ার জন্য। আপনি আপনার চোখের জন্য তো প্রতিরক্ষা চান।

শুধুমাত্র আই গ্লাসেস এর উপর নির্ভর করবেন না। তাই হেলমেট ব্যবহার করবেন। গাড়ি চালকেরা যখন মোটর সাইকেলের সাথে দুর্ঘটনা  ঘটায় তারা প্রায়ই বলে যে তারা দেখতে পায়নি। তাই উজ্জ্বল রঙের সব পোশাক আর হেলমেট নিবেন ।

ডিফেনসিভ হোন

সম্প্রতি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় এক গবেষনায় দেখা গেছে যে , গাড়ি ও মোটর সাইকেল এর দুর্ঘটনায় ৬০% দোষ গাড়ি চালকের। তাই মোটর সাইকেল চালক হিসেবে আপনাকে অতিমাত্রায় সতর্ক হতে হবে যখন আপনি ফোনে কথা বলেন বা টেক্সট করেন মোটর সাইকেল চালানো অবস্থায় ।

তাই রাস্তায় গাড়ির দিকে সতর্ক চোখ রাখুন কখন কিভাবে লেন পরিবর্তন করে। তাই খুব কাছাকাছি যাবেন না গাড়ির। নিরাপদ দুরত্তে থাকুন যাতে আপনার কাছে থামার যথেষ্ট যায়গা থাকে।

একটা গাড়ি হটাৎ করে থামাতে পারে যা মটর সাইকেল চালকের জন্য বড় বাধা হতে পারে।

খারাপ আবহাওয়া এড়িয়ে চলুন

স্লিপারি অবস্থায় রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা বেশী। বৃষ্টি শুধুমাত্র আপনার দৃষ্টিকে ঝাপসা করে না এটি টায়ারের গ্রিপ ক্যাপাসিটিও দুর্বল করে। বৃষ্টিতে যদি আপনি বাইক চালান তবে মনে রাখবেন বৃষ্টিতে বাইক চালানোর সবচেয়ে খারাপ সময় হল বৃষ্টি শুরু হওয়ার পরপরই।

%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8

বৃষ্টির মধ্যে বাইক চালানোর নিয়ম কানুন Click to read

বৃষ্টির মধ্যে ব্রেকের ব্যাপারে বেশী সতর্ক হউন আর স্টিয়ারিং এর ব্যাপারে মনোযোগ দিন।

বাতাস যদি আপনার উল্টা দিকে থাকে তাহলে সেদিকে বাইক চালানোর ক্ষেত্রে সতর্ক থাকুন। এতে আপনার সুরক্ষা বাড়বে।

রাস্তার ঝামেলাগুলিতে চোখ রাখুন

রাস্তার প্যাভমেন্টের সাথে গাড়ির চেয়ে মোটর বাইকের বেশী কন্টাক্ট হয়। রাস্তার বালি বা ভিজা পাতাও অনেক সময় আপনার বাইক স্লাইড করার কারণ হতে পারে। গাড়ির মাধ্যমে তো বাইকের দুর্ঘটনা অনেক বেশী ।

কিভাবে হবেন একজন দক্ষ মোটর বাইক চালক click to read

আপনি যদি এদের এড়িয়ে চলতে না পারেন আপনার গতি ধীর করুন আর রেল রোড ক্রসিং এ সঠিক পন্থা অবলম্বন করুন যাতে আপনার বাইক স্কিড না করে।

মোটরবাইক নিয়ে রেল লাইন রোড ক্রসিং করবেন কীভাবে click to read

রোল করা জন্য প্রস্তুত থাকুন

প্রতিবার বাইক চালানো শুরুর আগে চেক করুন যে আপনার বাইকের সিগন্যাল, লাইট , হর্ন , বেল্ট, ব্রেক , শ্যাফট  সবকিছু ঠিকমতো কাজ করছে।

মোটর বাইক চালানোর নিয়ম এ আপনি যতই দক্ষ হন না কেন, মোটর বাইক চালানো শুরুর আগে আপনি অবশ্যই  বাইকের প্রি রাইড চেক করুন। click to read

টায়ার পরীক্ষা করে দেখুন প্রেসার ঠিক আছে কিনা। ইনফ্লেটেড টায়ার আর পুরাতন ব্রেক মোটর সাইকেল দুর্ঘটনার বড় কারণ।

টায়ার ইনফ্লেটেড থাকলে বাইক হান্ডলিং অনেক বেশী কস্টকর। কারণ স্টিয়ারিং শক্ত হয়ে যায় আর বাইক সহজে নড়তে চায়না।

তাই নুতন চালকেরা এসব বাইক চালানোর নিয়ম কানুন সব মেনে বাইক চালানো শুরু করবেন। আপনার মোটর বাইক যাত্রা শুভ হোক।

প্রায় ৯০ ভাগ সড়ক দুর্ঘটনার কারণ হচ্ছে বেপরোয়া গতি ও যত্রতত্র রাস্তা পারাপার

সুত্রঃ দৈনিক আমাদের নাঙ্গলকোট Chandpur-Web

Join the discussion

207 thoughts on “বাইক চালকদের জন্য এক্সপার্টদের ১০ টি নিরাপত্তা টিপস

  1. For example, IHC evaluates tumor cell heterogeneity, can be used to study small samples, is less expensive, and allows direct correlation with multiple histopathological tumor features and other molecular markers nolvadex apa fungsi obat vesperum domperidone maleate USOC CEO Scott Blackmun added We are thrilled with NBC Olympics commitment to growing the Paralympic Movement in the United States

  2. I do enjoy the way you have framed this particular matter and it really does give us some fodder for consideration. Nevertheless, coming from just what I have observed, I only trust as other responses stack on that people remain on point and not start on a tirade of the news du jour. Anyway, thank you for this outstanding piece and although I do not really concur with this in totality, I regard the point of view.

  3. An impressive share, I just given this onto a colleague who was doing a little analysis on this. And he in fact bought me breakfast because I found it for him.. smile. So let me reword that: Thnx for the treat! But yeah Thnkx for spending the time to discuss this, I feel strongly about it and love reading more on this topic. If possible, as you become expertise, would you mind updating your blog with more details? It is highly helpful for me. Big thumb up for this blog post!

  4. If you steer a much older auto in Cicero, Illinois, evaluate whether
    you require complete protection, featuring crash as well as comprehensive.
    As an automobile ages and devaluates, the cost-benefit ratio of comprehensive insurance coverage might change.
    Adapting your car insurance policy in Cicero, Illinois to fit the
    existing market value of your car insurance cicero could be a
    brilliant monetary action.

  5. First of all I want to say superb blog! I had a quick question that I’d like to ask if you do not mind.
    I was interested to know how you center yourself and clear your thoughts before writing.
    I’ve had a difficult time clearing my thoughts in getting my ideas out.
    I do enjoy writing but it just seems like the first 10 to
    15 minutes are generally lost simply just trying to figure out how
    to begin. Any ideas or tips? Thank you!

  6. I liked as much as you will receive carried out proper here.
    The caricature is attractive, your authored material stylish.
    however, you command get got an nervousness over that you would like be delivering
    the following. unwell indubitably come more previously once more since exactly the same just
    about very incessantly inside case you defend this increase.

  7. First of all I want to say excellent blog! I had a quick question in which I’d like to ask if you do not mind.
    I was interested to find out how you center yourself and clear your mind prior to writing.
    I have had a hard time clearing my thoughts in getting
    my thoughts out there. I do take pleasure in writing but it just seems like the first 10 to 15 minutes are generally wasted just
    trying to figure out how to begin. Any ideas or tips? Thank you!

    Also visit my website: insurance company

  8. Woah! I’m really digging the template/theme of this site. It’s simple, yet effective. A lot of times it’s challenging to get that “perfect balance” between superb usability and visual appeal. I must say you’ve done a great job with this. In addition, the blog loads extremely fast for me on Internet explorer. Superb Blog!

  9. Thank you a lot for giving everyone an exceptionally superb chance to check tips from this
    web site. It can be very pleasing plus packed with a great time for me
    personally and my office co-workers to visit the blog minimum
    thrice per week to study the newest items you will have. And definitely, I’m just usually
    impressed with all the mind-boggling solutions
    served by you. Some 1 ideas in this post are completely the simplest we’ve had.

  10. With havin so much content do you ever run into any problems
    of plagorism or copyright infringement? My site has a lot of unique content I’ve either created myself or outsourced but it looks like a
    lot of it is popping it up all over the internet without my permission. Do you know any solutions to
    help protect against content from being stolen? I’d truly
    appreciate it.

  11. Definitely believe that that you stated. Your favorite justification seemed to be on the web the simplest factor to be aware of.

    I say to you, I definitely get irked even as folks consider concerns that they just don’t
    recognize about. You managed to hit the nail upon the top as neatly as outlined out
    the whole thing with no need side effect , other folks could take a signal.
    Will probably be back to get more. Thanks!

  12. I comment when I appreciate a article on a site or I have something to contribute to the conversation. It’s caused by
    the fire communicated in the article I browsed. And on this article বাইক চালকদের জন্য
    এক্সপার্টদের ১০ টি নিরাপত্তা টিপস.

    I was actually moved enough to drop a comment 🙂 I do have a couple of
    questions for you if you don’t mind. Is it only me or does it look as if like some of these comments appear like they are
    written by brain dead individuals? 😛 And, if you
    are writing at other sites, I would like to keep up with everything new you have to post.

    Could you make a list every one of all your shared sites like your Facebook page, twitter feed, or linkedin profile?

  13. Rox Casino оказалось приятным сюрпризом в мире онлайн-казино! С первых минут заметна продуманность интерфейса и удобство навигации по сайту. Игровой ассортимент здесь действительно впечатляет: множество слотов от ведущих разработчиков, а также большой выбор настольных игр и игр с живыми дилерами. Особенно порадовали быстрые выплаты и гибкие лимиты. Служба поддержки всегда на связи и готова помочь по любым вопросам, что очень важно для меня как для игрока. Бонусы и акции тоже на уровне — есть много интересных предложений как для новичков, так и для постоянных игроков. В общем, Rox Casino — это отличное место для тех, кто ищет надежное и разнообразное казино с отличным сервисом!

  14. Thanks for your entire labor on this web site.
    Kim loves conducting internet research and it is easy
    to see why. A number of us notice all relating to the compelling
    form you convey reliable tips and tricks via this website and strongly encourage response from visitors
    on this situation and our favorite child is without question discovering
    a whole lot. Take pleasure in the rest of the year.
    You have been conducting a tremendous job.[X-N-E-W-L-I-N-S-P-I-N-X]I am extremely inspired together with your
    writing skills and also with the layout in your blog.

    Is this a paid topic or did you customize it your self?

    Anyway stay up the nice high quality writing, it’s uncommon to look
    a nice blog like this one today.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।